ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

আইভীকে দেখতে গেলেন ওবায়দুল কাদের

প্রকাশিত : ০১:৫৩ পিএম, ১৯ জানুয়ারি ২০১৮ শুক্রবার | আপডেট: ০৩:০৯ পিএম, ১৯ জানুয়ারি ২০১৮ শুক্রবার

রাজধানীর ল্যাবএইড হাসপতালে চিকিৎসাধীন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীকে দেখতে গেলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার সকাল ১০টার দিকে আইভীকে দেখতে হাসপাতালে যান তিনি। ওবায়দুল কাদের কিছুক্ষণ তার পাশে অবস্থান করেন ও চিকিৎসার খোঁজখবর নেন।

ল্যাবএইড হাসপাতালের চিকিৎসক বরেন চক্রবর্তী বলেন, আইভীর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। তবে আরও কয়েক দিন হাসপাতালে থাকতে হবে। উনার ব্রেইনে হ্যামারেজ হয়েছে।

এদিকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওবায়দুল কাদের বলেন, সেলিনা হায়াৎ আইভী মাইনর একটি স্ট্রোক করেছিলেন। তবে তিনি এখন আউট অব ডেঞ্জার। তাকে আরও ৪-৫ দিন হাসপাতালে থাকতে হবে।

ফুটপাতে হকার বসা নিয়ে নারায়ণগঞ্জে সংঘর্ষের ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে- ওবায়দুল কাদেরের এই মন্তব্যের বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে এখন কোনও কথা বলবো না।

উল্লেখ্য মেয়র সেলিনা হায়াৎ আইভী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বৃহস্পতিবার বিকাল পৌনে ৫টার দিকে নারায়ণগঞ্জ থেকে তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়।

এসএইচ/