মৃত্যুর মুখে ২ লাখ ৫০ হাজার শিশু
প্রকাশিত : ১১:১৪ এএম, ২০ জানুয়ারি ২০১৮ শনিবার
যুদ্ধ-বিধ্বস্ত দক্ষিণ সুদানে ২ লাখ ৫০ হাজার শিশু মৃত্যুর ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। অপুষ্ঠি আর রোগবালাইয়ে দেশটিতে লাখ লাখ শিশু মৃত্যুর মুখে পতিত হয়েছে বলেও জানায় সংস্থাটি।
জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ এর নির্বাহী পরিচালক হেনরিয়েটা এইচ ফোর এ সতর্কতা জারি করেন। পাঁচ বছর ধরে চলা গৃহযুদ্ধে দেশটির বেশ কয়েকটি এলাকায় মারাত্মক দুর্ভিক্ষ ও বিপর্যয় নেমে এসেছে। গত শুক্রবার দেশটিতে দুই দিনের সফর শেষে হেনরিয়েটা এইচ ফোর এ তথ্য দেন। এ ঘটনাকে দক্ষিণ সুদানের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বিপর্যয় হিসেবে দেখছেন হেনরিয়েটা।
আল-জাজিরাকে দেওয়া বক্তব্যে হেনরিয়েটা বলেন,এবছরের জুলাইয়ের মধ্যেই দেশটিতে গৃহযুদ্ধ বন্ধ না হলে ২ লাখ ৫০ হাজার শিশু মৃত্যুর কোলে ঢলে পড়বেন। উল্লেখ্য, ২০১৩ সালে দেশটির প্রেসিডেন্ট সালভা কির তার সাবেক ডেপুটি-প্রেসিডেন্ট রিক ম্যাচারকে ব্যর্থ্য অভ্যুত্থানের দায়ে বহিস্কার করলে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ে। এতে পূর্ব আফ্রিকার এ দেশটির কৃষিখাতে বিপর্যয় নেমে আসে।
এদিকে আন্তর্জাতিক দাতাগোষ্ঠীগুলোকে দেশটিতে খাদ্য সহায়তা পৌছে দেওয়ার আহ্বান জানিয়েছেন হেনরিয়েটা। আন্তর্জাতিক দাতাগোষ্ঠীগুলোর প্রতি হেনরিয়েটা বলেন, দেশটিতে দ্রুত খাদ্য নিরাপত্তা বাড়ানো দরকার, কারণ একদিকে যুদ্ধ অন্যদিকে শুষ্ক ঋতু দুয়ে মিলিয়ে দেশটির নাগরিকদের হাপিত্যেশ উঠছে বলেও জানান জাতিসংঘের ওই কর্মকর্তা। আর দেশটিতে অপুষ্ঠির হার ক্রমেই বেড়ে চলছে বলে জানিয়েছেন হেনরিয়েটা।
এদিকে যুদ্ধ শুরুর পর থেকে ২৪ লাখ শিশুকে শরণার্থী জীবন বরণ করতে হয়েছে বলেও দাবি করেন হেনরিয়েটা। হেনরিয়েটা আরও বলেন, ‘এরইমধ্যে ২ হাজার ৩০০ শিশু মারা গেছেন। যুদ্ধে জড়িয়ে পড়েছেন ১৯ হাজার শিশু। এছাড়া যুদ্ধের ফলে এক হাজার ২০০ শিশুকে ধর্ষণের শিকার হতে হয়েছে। ৭০ শতাংশ শিশু বিদ্যালয়ে যেতে পারছে না। এর কারণ, এক তৃতীয়াংশ বিদ্যালয়-ই পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।’
এদিকে গত বছরের ডিসেম্বরে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবাতে বিবদমান দুই পক্ষের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করলেও তা কোন পক্ষই পুরোপুরি মানছে না বলে জানিয়েছেন হেনরিয়েটা। দুই পক্ষই ওই যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করছে বলে অভিযোগ করেন তিনি।
সুত্র: আল-জাজিরা
এমজে/