ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

১৯ জনবল  নিয়োগ দেবে প্রাণিসম্পদ বিভাগ

প্রকাশিত : ০৪:০৯ পিএম, ২০ জানুয়ারি ২০১৮ শনিবার | আপডেট: ০৬:১২ পিএম, ২০ জানুয়ারি ২০১৮ শনিবার

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদে হস্তান্তরিত জেলা প্রাণিসম্পদ বিভাগের অধীনে ৩য় এবং ৪র্থ শ্রেণির বিভিন্ন পদে নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিক ও খাগড়াছড়ি পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দা/যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদের নাম ও সংখ্যা-

ভেটেরিনারি ফিল্ড অ্যাসিট্যান্ট (ভিএফএ) পদে সাত জন

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা-

অনুমোদিত যে কোন শিক্ষাবোর্ড হতে বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। উভয় পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগ/জিপিএ ৩.৩০ হতে হবে। নির্বাচিত প্রার্থীকে ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউট/লাইভস্কক ট্রেনিং ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট বিষয়ে এক বছরের প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। প্রশিক্ষণে উত্তীর্ণ প্রার্থীকে চূড়ান্তভাবে নিয়োগ দেওয় হবে। প্রশিক্ষণকালীন সরকার নির্ধারিত হারে ভাতা প্রধান করা হবে।

বেতন-

১৪তম গ্রেডে ১০,২০০-২৪,৬৮০ টাকা

পদের নাম ও সংখ্যা-

কম্পাউন্ডার ২ জন

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা-

অনুমোদিত যে কোন শিক্ষাবোর্ড হতে বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। উভয় পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগ/জিপিএ ৩.৩০ হতে হবে। নির্বাচিত প্রার্থীকে ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউট/লাইভস্কক ট্রেনিং ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট বিষয়ে এক বছরের প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। প্রশিক্ষণে উত্তীর্ণ প্রার্থীকে চূড়ান্তভাবে নিয়োগ দেওয় হবে। প্রশিক্ষণকালীন সরকার নির্ধারিত হারে ভাতা প্রধান করা হবে।

বেতন-

১৪তম গ্রেডে ১০,২০০-২৪,৬৮০ টাকা

পদের নাম ও সংখ্যা-

এফএ (এআই) পদে দুজন

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা-

অনুমোদিত যে কোন শিক্ষাবোর্ড হতে বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। উভয় পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগ/জিপিএ ৩.৩০ হতে হবে। নির্বাচিত প্রার্থীকে ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউট/লাইভস্কক ট্রেনিং ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট বিষয়ে এক বছরের প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। প্রশিক্ষণে উত্তীর্ণ প্রার্থীকে চূড়ান্তভাবে নিয়োগ দেওয় হবে। প্রশিক্ষণকালীন সরকার নির্ধারিত হারে ভাতা প্রধান করা হবে।

বেতন-

১৪তম গ্রেডে ১০,২০০-২৪,৬৮০ টাকা

পদের নাম ও সংখ্যা-

ক্যাশিয়ার পদে এক জন

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা-

অনুমোদিত যে কোন শিক্ষাবোর্ড হতে উচ্চ মাধ্যমিক/সমমানের পাশ হতে হবে।

বেতন-

১৬তম গ্রেডে ৯,৩০০-২২,৪৯০ টাকা

পদের নাম ও সংখ্যা-

অফিস সহায়ক ৭ জন

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা-

৮ম শ্রেণি পাস হতে হবে।

বেতন-

২০তম গ্রেডে ৮,২৫০-২০,৫৭০ টাকা

আবেদনের নিয়ম-

আবেদনকারীকে মাননীয় চেয়াম্যান, পার্বত্য জেলা পরিষদ, খাগড়াছড়ি বরাবরে ‘চাকরির আবেদন ফরম’ কম্পিউটার/স্বহস্তে পূরণপূর্বক প্রার্থী কর্তৃক স্বাক্ষরিত আবেদনপত্রের সাথে প্রয়োজনীয় কাগজপত্রাদিসহ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, খাগড়াছড়ি পার্বত্য জলা-এর কার্যালয়ে ডাকযোগে/সরাসরি পৌঁছাতে হবে।

আবেদনের সময়সীমা-

আগামী ২৫ ফেব্রুয়ারি, ২০১৮ পর্যন্ত আবেদন করা যাবে।

সূত্র: কালের কণ্ঠ, ২০ জানুয়ারি ২০১৮।

একে//এসএইচ