অফিসার্স ক্লাব নির্বাচন
সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন খান
প্রকাশিত : ০৬:০৩ পিএম, ২০ জানুয়ারি ২০১৮ শনিবার | আপডেট: ০৬:০৯ পিএম, ২০ জানুয়ারি ২০১৮ শনিবার
অফিসার্স ক্লাব ঢাকা নির্বাহী কমিটির ২০১৮-২০১৯ মেয়াদের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. ইব্রাহীম হোসেন খান। শনিবার নির্বাচন কমিশনার আবদুল হান্নান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
তিনি ভোট পেয়েছেন ২০৬৮টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোশাররফ হোসেন পেয়েছেন ১১৮৩ ভোট। এ ছাড়া ৫২৩ ভোট পেয়ে তৃতীয় হন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এম খালিদ মাহমুদ। গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ৪ হাজার ৭৩১ ভোটারের মধ্যে প্রায় তিন হাজার আটশ ভোটার তাদের ভোটাধিকার প্রদান করেন। ভোটগ্রহণ শেষে গভীর রাতে ফল ঘোষণা করে নির্বাচন কমিশন।
ভাইস চেয়ারম্যান পদে জয়লাভ করেছেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব কেএম মোজাম্মেল হক। এর পরের অবস্থানে রয়েছেন এমএ রাজেক ও সাবেক অতিরিক্ত সচিব মো. আনছার আলী খান। কোষাধ্যক্ষ পদে বিপুল ভোটে জয়লাভ করেছেন স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মেজবাহ উদ্দিন। নির্বাচিত তিন যুগ্ম সম্পাদক হলেন- প্রধানমন্ত্রীর সাবেক এপিএস-১ ও বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. জাহাঙ্গীর আলম, রেলওয়ে হাসপাতালের ডা. সৈয়দ ফিরোজ আলমগীর ও প্রফেসর ড. ফেরদৌসী খান।
নির্বাচিত ১৪ সদস্যের মধ্যে সর্বোচ্চ ২২৯৬ ভোট পেয়ে প্রথম সদস্য হয়েছেন পুলিশ ক্যাডারের কর্মকর্তা আসমা সিদ্দিকা মিলি। পুলিশের ২৪তম বিসিএসের এ কর্মকর্তা সম্প্রতি পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়েছেন। বর্তমানে তিনি পুলিশের উইমেন ভিকটিম সাপোর্ট সেন্টারের এডিসি। সদস্য পদে অন্য বিজয়ীরা হলেন- অধ্যাপক ডা. মনিলাল আইচ লিটু, ড. মো. হারুন অর রশীদ বিশ্বাস, মো. আবদুল মান্নান, মুহাম্মদ সাকিব সাদাকাত, তানিয়া খান, আশরাফুন নেসা খান রোজি, আবদুল মান্নান ইলিয়াস, ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবদুল মজিদ, মৌসুমী হাসান, রথীন্দ্রনাথ দত্ত, ডা. মো. ইমদাদুল হক, মো. আজাহারুল ইসলাম খান এবং মো. আখতারুজ্জামান।
টিকে/