বই পড়ে পুরস্কার পেলেন ৬ হাজার ৩৯২ শিক্ষার্থী
প্রকাশিত : ১০:০৫ পিএম, ২০ জানুয়ারি ২০১৮ শনিবার
চট্টগ্রামে বিশ্বসাহিত্য কেন্দ্রের বই পড়া কর্মসূচির ওপর দুই দিনব্যাপী পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার নগরীর সিটি কর্পোরেশন মিউনিসিপ্যাল মডেল হাই স্কুল এন্ড কলেজে এ অনুষ্ঠান হয়।
শুক্রবার সিটি কর্পোরেশন মেয়র আ জ ম নাছির উদ্দিন পুরস্কার বিতরণী উৎসবের উদ্বোধন করেন। মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণ ফোনের সহায়তায় তিন পর্বে মোট ৬ হাজার ৩৯২ জন ছাত্রছাত্রীকে পুরস্কার দেওয়া হয়।
২০১৭ শিক্ষাবর্ষে চট্টগ্রাম মহানগরীর ৯৩টি স্কুলের প্রায় ২০ হাজার ছাত্রছাত্রী বইপড়া কর্মসূচিতে অংশগ্রহণ করে। এসব স্কুলের যেসব ছাত্রছাত্রী মূল্যায়নপর্বে উত্তীর্ণ হয়েছে তাদেরকে এ পুরস্কার দেওয়া হয়।বই পড়াকে উৎসাহিত করার লক্ষ্যে ছাত্রছাত্রীদেরকে এ পুরস্কার দেওয়া হয়েছে।
পুরস্কার বিতরণী এ উৎসবে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, প্রিমিয়ার ইউনিভার্সিটির সাবেক উপাচার্য ড. মোহিত-উল-আলম, শিশু সাহিত্যিক ও টেলিভিশন ব্যক্তিত্ব আলী ইমাম, চট্টগ্রাম স্থানীয় সরকার বিভাগের পরিচালক দীপক চক্রবর্তী, চট্টগ্রাম অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক প্রফেসর সৈয়দ মো. গোলাম ফারুক, চট্টগ্রাম অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা এর আঞ্চলিক উপ-পরিচালক মোহাম্মদ আজিজ উদ্দিন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা ড. মুস্তাফিজুর রহমান, কবি ও লেখক আবুল মোমেন, বিশিষ্ট কথাসাহিত্যিক ও শিক্ষাবিদ হরি শংকর জলদাশ, শিশু সাহিত্যিক রাশেদ রউফ, বাংলাদেশের প্রথম এভারেস্ট বিজয়ী এম.এ মুহিত এবং রিজিওনাল অপারেশন্স মো. ফিরোজ উদ্দিন আজাদ প্রমুখ।
কেআই/টিকে