ঢাকা, রবিবার   ২৯ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ১৩ ১৪৩১

রাজধানীতে দুর্বৃত্তের হামলায় ইউএসএআইডি’র কর্মকর্তাসহ নিহত ২

প্রকাশিত : ১২:৩৬ পিএম, ২৬ এপ্রিল ২০১৬ মঙ্গলবার | আপডেট: ১২:৩৬ পিএম, ২৬ এপ্রিল ২০১৬ মঙ্গলবার

রাজধানীর কলাবাগানে ঘরে ঢুকে দুর্বৃত্তরা চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করেছে, ইউএসএআইডি’র কর্মকর্তাসহ দুইজনকে। নিহতরা হলেন, জুলহাজ মান্নান ও তার বন্ধু মাহবুব তনয়। সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির ঘনিষ্ট আত্মীয় জুলহাজ সমকামীদের অধিকার আন্দোলনে সোচ্চার ছিলেন। খুন করার পর দুর্বৃত্তরা গুলি ছুঁড়ে, চাপাতি উঁচিয়ে নারায়ে তাকবির শ্লোগান দিতে দিতে পালিয়ে যায়। জোড়া খুনের ঘটনা ‘টার্গেট কিলিং’ বলে ধারণা করছে আইন শৃঙ্খলা বাহিনী। আর এ’ ঘটনার নিন্দা জানিয়ে খুনীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাট। সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে কলাবাগানের আছিয়া নিবাস নামে ৬ তলা ভবনের দ্বিতীয় তলার এই ফ্ল্যাটে প্রবেশ করে একদল তরুণ। তারা ফ্ল্যাটে ঢুকে সমকামী অধিকার কর্মী জুলহাজ মান্নান ও তার বন্ধু তনয়কে কুপিয়ে হত্যা করে। ইউএসএআইডি’র কর্মকর্তা জুলহাজ সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির খালাতো ভাই এবং মার্কিন রাষ্ট্রদূতের সাবেক প্রটোকল অফিসার। সমকামীদের অধিকার বিষয়ক সাময়িকী ‘রূপবান’ এর সম্পাদনায় যুক্ত ছিলেন তিনি। জুলহাজ ও তনয়কে হত্যার পর দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ভবনের নিরাপত্তা কর্মীর বাঁধার মুখে পড়ে হামলাকারীরা। তাকে বেধড়ক মারধোর করে চলে যাওয়ার সময় টহল পুলিশের নজরে পড়ে এবং সংঘর্ষে জড়িয়ে যায় তারা। এতে পুলিশের এএসআই মমতাজ হোসেনও গুরুতর আহত হন বলে জানান প্রত্যক্ষদর্শীরা। স্থানীয়রা জানায়, খুনিদের কাছে দেশীয় অস্ত্রের পাশাপাশি আগ্নেয়াস্ত্রও ছিল। ঘটনার পরপরই স্থানীয় সাংসদ, পুলিশ ও র‌্যাবের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান। হত্যার ধরণ দেখে একে জঙ্গি হামলা বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এদিকে, যুক্তরাষ্ট্র দূতাবাসের সাবেক কর্মী জুলহাজ মান্নান ও তার বন্ধু মাহবুব তনয়কে হত্যার কঠোর নিন্দা জানিয়ে খুনীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাট।