ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

প্রকাশিত : ১২:১৫ পিএম, ২১ জানুয়ারি ২০১৮ রবিবার | আপডেট: ১২:২১ পিএম, ২১ জানুয়ারি ২০১৮ রবিবার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় পুলিশের সঙ্গে `বন্দুকযুদ্ধে` দুইজন নিহত হয়েছে। রোববার ভোররাতে উপজেলার শাহবাজপুরে `বন্দুকযুদ্ধের` এ ঘটনা ঘটে জানিয়ে পুলিশ বলছে, নিহতরা ডাকাত দলের সদস্য। নিহতরা হলেন— বাশার ও আব্দুল হক। এদের মধ্যে বাশারের বিরুদ্ধে পাঁচটি ও আব্দুল হকের বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজ উদ্দিন জানান, ডাকাতির ঘটনায় আটকের পর বাশার ও আব্দুল হকের স্বীকারোক্তি অনুযায়ী তাদের নিয়ে সহযোগীদের ধরতে রোববার ভোররাতে শাহবাজপুর এলাকায় যায় পুলিশের একটি দল। এ সময় তাদের সহযোগীরা পুলিশকে লক্ষ্য গুলি ছুড়লে পুলিশ পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে তাদের সহযোগীদের গুলিতে বাশার ও আব্দুল হক গুরুতর আহত হয়। পরে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।

তিনি জানান, বাশারের বিরুদ্ধে পাঁচটি ও আব্দুল হকের বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে পাইপগানসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।

ওসি আরও জানান, নিহত বাশারের বাড়ি হবিগঞ্জের লাখাইয়ে ও আব্দুল হকের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সুতিয়ারা গ্রামে। তাদের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

এছাড়া `বন্দুকযুদ্ধের` ঘটনায় এএসপি সার্কেল মনিরুজ্জামান ফকির ও তিনি নিজেসহ পুলিশের ছয় সদস্য আহত হয়েছেন বলেও জানান ওসি।


এসএইচ/