ঢাকা, বুধবার   ০৩ জুলাই ২০২৪,   আষাঢ় ১৯ ১৪৩১

খাবার অনুপোযোগি গম নিয়ে মংলা বন্দর ছেড়েছে বিদেশী জাহাজ

প্রকাশিত : ০৪:৫৯ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০১৬ শুক্রবার | আপডেট: ০৪:৫৯ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০১৬ শুক্রবার

mongla portঅবশেষে খাবার অনুপোযোগি ২১ হাজার মেট্রিক টন গম নিয়ে মংলা বন্দর ছেড়েছে সাইপ্রাসের পতাকাবাহি বিদেশী জাহাজ ‘এমভি পিনটেল’। শুক্রবার সকালে মংলা বন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে রওয়া হয় জাহাজটি। বন্দর কর্তৃপক্ষ জানায়, ফ্রান্স থেকে জাহাজটিতে ৫২ হাজার ৫শ’ মেট্রিক টন গম আমদানি করা হয়েছিল। চট্টগ্রাম বন্দরে ৩১ হাজার ৫শ’ টন গম খালাসের পর বাকি ২১ হাজার টন গম নিয়ে গেল বছর ১২ই অক্টোবর মংলা বন্দরে আসে জাহাজটি। পরে খাদ্য অধিদফতর এ গম নিম্নমান ও খাবার অনুপযোগী হওয়ায় তা খালাস না করার সিদ্ধান্ত নেয়। ফেরৎ যাওয়া গমের মূল্য প্রায় ৪৪ কোটি টাকা বলে জানা গেছে। জাহাজটি দীর্ঘ প্রায় চার’মাস ধরে মংলা বন্দরে অবস্থান করছিল।