১৯৮ রানে অলআউট জিম্বাবুয়ে
প্রকাশিত : ০২:১৬ পিএম, ২১ জানুয়ারি ২০১৮ রবিবার | আপডেট: ০৩:৩৫ পিএম, ২১ জানুয়ারি ২০১৮ রবিবার
প্রথম ম্যাচে যে শ্রীলঙ্কাকে পাত্তাই দেয়নি জিম্বাবুয়ে, আজ তাদের বোলিং দাপটে অসহায় আত্মসমর্পণ করল তারা। দুই লঙ্কান পেসার থিসারা পেরেরা এবং নুয়ান প্রদীপের বোলিং দাপটে ৪৪ ওভারেই ১৯৮ রানে অল-আউট হয়েছে গ্রায়েম ক্রেমারের দল। পেরেরা ৪টি এবং প্রদীপ ৩টি উইকেট নিয়েছেন।
টস জিতে ব্যাট করতে নেমে ভালোই শুরু করেন দুই ওপেনার হ্যামিল্টন মাসাকাদজা ও মিরে। দেখে শুনে ব্যাট করে ৪৪ রানের জুটি গড়েন এই দুই ব্যাটসম্যান। ঠিক এমন সময় জ্বলে ওঠে পেরেরা। দশম ওভারে ২০ রান করা মাসাকাদজাকে সাজঘরে ফেরানোর পর নিজের পরের ওভারেই আরভিনকে (২) থারাঙ্গার তালুবন্দি করান এই পেসার। নিজের চতুর্থ ওভারে আবারও আঘাত হানেন পেরেরা। ওপেনার মিরেকে (২১) উইকেটরক্ষক ডিকভেলার তালুবন্দি করান।
শ্রীলঙ্কা একাদশ
উপল থারাঙ্গা, কুশল পেরেরা, দীনেশ চান্ডিমাল, ডিকভেলা, কুশল মেন্ডিস, আসলে গুনারত্নে, থিসারা পেরেরা, আকিলা ধনঞ্জয়া, সুরাঙ্গা লাকমল, লাকশান সান্দাকান, নুয়ান প্রদীপ।
জিম্বাবুয়ে একাদশ
হ্যামিল্টন মাসাকাদজা, সলোমন মিরে, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেলর, সিকান্দার রাজা, পিটার মুর, ম্যালকম ওয়ালার, গ্রায়েম ক্রেমার (অধিনায়ক), ব্লেসিং মুজারাবানি, টেন্ডাই চাতারা, কাইল জার্ভিস।
এসএ/