নৌ-ধর্মঘট আজকের মধ্যে প্রত্যাহার হবে আশা জানিয়েছেন নৌ-পরিবহন মন্ত্রী
প্রকাশিত : ০১:৫১ পিএম, ২৬ এপ্রিল ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০১:৫১ পিএম, ২৬ এপ্রিল ২০১৬ মঙ্গলবার
আজকের মধ্যে নৌ-ধর্মঘট প্রত্যাহার হবে বলে আশা জানিয়েছেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান। চট্টগ্রাম বন্দর দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বন্দরের উন্নয়নের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, এক বছর আগেই চট্টগ্রাম বন্দর ২০ লাখ টিউজ কন্টেইনার হ্যান্ডেলিংয়ের সক্ষমতা অর্জন করেছে। তাই বন্দরের কর্মকর্তা- কর্মচারীদের ৩৫ হাজার টাকা করে প্রনোদনা ভাতা দেয়ার ঘোষণা দেন তিনি। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে ছিলেন স্থানীয় সংসদ সদস্য এম এ লতিফ ও বন্দরের চেয়ারম্যান এম খালেদ ইকবাল। পরে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের হাতে সম্মাননা তুলে দেন মন্ত্রী। ১৯৭১ সালে চট্টগ্রাম বন্দরে সোয়াত জাহাজের অস্ত্র খালাসে বাধা দেয়ায় ২৩ শ্রমিককে হত্যা করে পাকিস্তানী বাহিনী। সেই থেকে পালিত হয়ে আসছে চট্টগ্রাম বন্দর দিবস।