ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

ঢাবি সিনেট নির্বাচনে মনজুরুল আহসান বুলবুল জয়ী

প্রকাশিত : ০৫:১৮ পিএম, ২১ জানুয়ারি ২০১৮ রবিবার | আপডেট: ০৬:৫২ পিএম, ২১ জানুয়ারি ২০১৮ রবিবার

মনজুরুল আহসান বুলবুল

মনজুরুল আহসান বুলবুল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেটে রেজিস্ট্রার্ড গ্র্যাজুয়েটদের ২৫ জন প্রতিনিধি নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে গণতান্ত্রিক ঐক্য পরিষদ। ২৫ সদস্য পদের ২৪টিতেই জয়ী হয়েছে গণতান্ত্রিক ঐক্য পরিষদ প্রার্থীরা।

বিপুল ভোটে জয়ী হয়েছেন গণতান্ত্রিক ঐক্য পরিষদের প্রার্থী বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি এবং একুশে টেলিভিশনের প্রধান সম্পাদক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মনজুরুল আহসান বুলবুল। তিনি ১১ হাজার ৯২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

প্রসঙ্গত, উৎসবমুখর পরিবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে রেজিস্ট্রার্ড গ্র্যাজুয়েটদের ২৫ জন প্রতিনিধি নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে গতকাল শনিবার। স্বাধীনতার পক্ষের গণতান্ত্রিক ঐক্য পরিষদ ও বিএনপিপন্থীদের জাতীয়তাবাদী ঐক্য পরিষদ দুটি প্যানেলে ভাগ হয়ে নির্বাচন করে।

আজ রোববার সকাল ১০টা থেকে ভোট গণনা শুরু হয়েছে। গণনা শেষে বিকাল সাড়ে ৪ টার কিছু সময় পর ফল ঘোষণা করা হয়। এতে দেখা গেছে সিনেটের ২৫ টি সদস্য পদের মধ্যে ২৪ টিতে জয় পেয়েছে গণতান্ত্রিক ঐক্য পরিষদ।