মুক্তিপণ না পাওয়ায় কানাডার নাগরিককে হত্যা করেছে আল-কায়েদা
প্রকাশিত : ০১:৫৭ পিএম, ২৬ এপ্রিল ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০১:৫৭ পিএম, ২৬ এপ্রিল ২০১৬ মঙ্গলবার
অপহরণের ৭ মাস পর মুক্তিপণ না পাওয়ায় ফিলিপাইনে এক কানাডার নাগরিককে গলা কেটে হত্যা করেছে জঙ্গি গোষ্ঠি আল-কায়েদা।
গেলো সেপ্টেম্বরে ফিলিপাইন থেকে তার সাথে আরো তিনজনকে অপহরণ করে আল কায়েদার অঙ্গ সংগঠন আবু সাইফ। বাকি তিনজন অপহৃতের মধ্যে একজন কানাডার, একজন নরওয়ের ও একজন ফিলিপিন নারী। অপহরণের দুই মাস পর তাদের মুক্তির বিনিময়ে ৮ কোটি ডলার মুক্তিপণ দাবি করে একটি ভিডিও প্রকাশ করে জঙ্গিরা। ২৫শে এপ্রিলের মধ্যে মুক্তিপণ না দিলে কানাডার নাগরিক জন রিডসেলকে হত্যার হুমকি দেয়া হয়। হত্যার এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।