ঢাকা, রবিবার   ২৯ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ১৩ ১৪৩১

ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তা প্রদান করবে পিকেএসএফ

প্রকাশিত : ০৬:৪৫ পিএম, ২৬ এপ্রিল ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০৬:৪৫ পিএম, ২৬ এপ্রিল ২০১৬ মঙ্গলবার

দেশের কৃষি ও অকৃষি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের সহযোগী সংস্থার মাধ্যমে প্রযুক্তি ও কারিগরি সহায়তা প্রদান করবে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ। মঙ্গলবার সকালে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনির্য়াস এর সাথে এ সক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে প্রতিষ্ঠানটি। বিভিন্ন অর্থনৈতিক উপখাতের প্রযুক্তিগত প্রতিবন্ধকতা দূর করে ক্ষুদ্র উদ্যোগক্তাদের উদপাদনশীলতা ও আয় বৃদ্ধিতে উভয় প্রতিষ্ঠান এক যোগে কাজ করবে বলেও দাবি করেন আয়োজকরা। সেক্ষেত্রে অর্থনৈতিক খাতের প্রযুক্তিগত বাধা চিহ্নিত করে তা দূরীকরণে প্রযুক্তি, কারিগরি সহায়তা, প্রশিক্ষণ ইত্যাদির চাহিদা নির্ধারণ করে আইডিইবি অনুযায়ী উদ্ভাবিত প্রযুক্তি সহায়তা প্রদানের কথা জানায় পিকেএসএফ।