গুজরাট হামলার মাস্টারমাইন্ড গ্রেফতার
প্রকাশিত : ০২:৪৭ পিএম, ২২ জানুয়ারি ২০১৮ সোমবার
২০০৮ সালে ভারতের গুজরাটে ভয়াবহ বোমা হামলার মাস্টারমাইন্ডকে গ্রেফতার করেছে দিল্লী পুলিশ। হামলার পরিকল্পনাকারী ওই তরুণের নাম আবদুল সোবহান কোরেশি।
দিল্লীর পুলিশ সুপার প্রমোদ কুমার শাহা বলেন, কোরেশি ওই হামলার পর থেকে আত্মগোপনে চলে যায়। তবে সম্প্রতি ভারতের জঙ্গিগোষ্ঠী মুজাহিদিন গ্রুপকে শক্তিশালী করার জন্য সে দেশে ফিরেছে বলেও তিনি অভিযোগ করেন। জানা গেছে, কোরেশি ভুল তথ্য ও পাসপোর্ট নিয়ে এতদিন নেপালে বসবাস করে আসছিলেন। এক সংবাদ সম্মেলনে প্রমোদ কুমার এসব কথা বলেন।
গত রোববার দিল্লী পুলিশের বিশেষ শাখার সদস্যরা তাকে গ্রেফতার করে। তবে তাকে গ্রেফতার করতে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় সে। পরে পুলিশও পাল্টা গুলি চালিয়ে তাকে গ্রেফতার করে। ইতোমধ্যে তাকে কোর্টে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা। তাছাড়া কোর্ট তার ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে বলে জানা গেছে।
২০০৮ সালে জুলাইয়ে একইদিনে আহমেদাবাদে ২১টি বোমা বিস্ফোরণের ঘটনায় কোরেশিকে দায়ি করে আসছিল গোয়েন্দা সংস্থার লোকজন। পুলিশ ছাড়াও জাতীয় গোয়েন্দা সংস্থার লোকজন তাকে গ্রেফতারে মাঠে নামে। ভারতে কোরেশি, ‘বিন-লাদেন’ নামে পরিচিত বলেও তিনি মন্তব্য করেন। জানা গেছে, কোরেশি ভারতের হায়দ্রাবাদ ও বেঙ্গালুরুর কয়েকটি আইটি প্রতিষ্ঠানে চাকরি করেছেন।
তবে বোমা ‘এক্সপার্ট’কোরেশি সেখান থেকে চাকরি ছেড়ে ১৯৯৮ সালেই মুজাহিদিনে যোগ দেয়। এরপরই ভারতের বিভিন্ন জায়গায় বোমা হামলা চালানোর পরিকল্পনা করে তিনি, এমন অভিযোগ প্রমোদ কুমার শাহার।
সুত্র: এনটিভি
এমজে/