কোচিং সেন্টার বন্ধে আইন হচ্ছে: শিক্ষামন্ত্রী
প্রকাশিত : ০৬:১২ পিএম, ২২ জানুয়ারি ২০১৮ সোমবার
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে আইন করে কোচিং সেন্টার বন্ধ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
আজ সোমবার হিন্দু ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা উপলক্ষে অফিসার্স ক্লাব আয়োজিত বাণী অর্চনা পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। এসময় তিনি হুশিয়ারি করে বলেন, প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হলে কাউকে ছাড় দেয়া হবে না। তবে প্রশ্নফাঁস ঠেকাতে অভিবাবকদেরও সচেতন হওয়ার আহ্বান জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, অভিভাবকরা একটু সচেতন হলেই কোচিং বাণিজ্য বন্ধ করা সম্ভব।
তিনি আরও বলেন, শিক্ষার মান উন্নয়নে ও সবার জন্য মান সম্মত শিক্ষা নিশ্চিতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এসময় তিনি বলেন, আধুনিক ও উন্নত বাংলাদেশের দায়িত্ব নেয়ার উপযুক্ত করে আগামী প্রজন্মকে গড়ে তুলতে শিক্ষার উন্নয়নে কাজ করছে সরকার। এদিকের দেশের শিক্ষার বর্তমান অবস্থা তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশের শিক্ষার গুনগত মান এখন সারা বিশ্বে স্বীকৃত।
টিকে/ এমজে