ঢাকা, শনিবার   ২৮ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ১৩ ১৪৩১

মন্ত্রীর বিরুদ্ধে স্প্যানিশ টেনিস তারকার মামলা দায়ের

প্রকাশিত : ০৬:৩৫ পিএম, ২৬ এপ্রিল ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০৬:৩৫ পিএম, ২৬ এপ্রিল ২০১৬ মঙ্গলবার

সাবেক এক ফরাসি মন্ত্রীর বিরুদ্ধে প্যারিসের একটি আদালতে মামলা  করেছেন স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদাল । ফ্রান্সের সাবেক এই স্বাস্থ্য ও ক্রীড়া মন্ত্রী রোসেলিন ব্যাচেলট নাদালের বিরুদ্ধে গত মাসে একটি টিভি শোতে ডোপিংয়ের অভিযোগ করেছিলেন । মন্ত্রী বলেন ২০১২ সালে নাদালের ৭ মাসের ইনজুরিটা ছিল ডোট টেস্টে পজিটিভ হওয়ার কারনেই । নাদাল বলেন সাবেক এই মন্ত্রীর এরকম ভিত্তিহীন অভিযোগে তার মানহানি ঘটায় আইনের আশ্রয় নেন তিনি । মামলায় জিতলে তিনি যে ক্ষতিপূরন পাবেন সেই টাকা তিনি ফ্রান্সের এনজিওদেরকে দিবেন জনকল্যানমুলক কাজে ব্যয় করার জন্য । রোসেলিনের এই অভিযোগের ব্যাপারে স্পেইন সরকার ও স্পেইনের অলিম্পিক কমিটিও কড়া ভাষায় সমালোচনা করে ।