ব্রিটিশ কিংবদন্তি ফুটবলার জিমি আর্মফিল্ড আর নেই
প্রকাশিত : ১০:৫০ পিএম, ২২ জানুয়ারি ২০১৮ সোমবার
ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক জিমি আর্মফিল্ড আর নেই। ৮২ বছর বয়সে ক্যান্সারে আক্রান্ত হয়ে সোমবার ইংল্যান্ডে মৃত্যুবরণ করেন ইংলিশ ফুটবলের এই কিংবদন্তি খেলোয়াড়।
ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের হয়ে ৪৩ বার ১০০ গজের সবুজ মাঠে নেমেছেন জিমি আর্মফিল্ড। এরমধ্যে ১৫ বারই দলকে নেতৃত্ব দেন তিনি। এছাড়াও রেকর্ডসংখ্যাক ৬২৭ বার ইংলিশ ক্লাব ব্ল্যাকপুলের হয়ে খেলেন জিমি। পরবর্তীতে বোলটন এবং লিডস এর হয়েও কিছুদিন খেলেন তিনি।
সবুজ মাঠের বাইরেও সরব ছিলেন এই ব্রিটিশ ফুটবলার। ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি রেডিও’র হয়ে দীর্ঘ ৩৫ বছর ফুটবল ধারাভাষ্যকার হিসেবে কাজ করেন। ১৯৬৬ সালে বিশ্বকাপজয়ী দলের তালিকায় তার নাম থাকলেও ইঞ্জুরির কারণে খেলতে পারেননি। তবে সত্তুর এর দশকে “সেরা রাইট ব্যাক” হিসেবে নির্বাচিত হন জিমি। পাশাপাশি “ওভারল্যাপিং ফুল ব্যাক” স্থানের জনক হিসেবেও ধরা হয় জিমি আর্মফিল্ডকে।
জিমি’র পরিবারের পক্ষ জানানো হয় যে, ‘খুবই শান্তিপূর্ণভাবে’ বিদায় নেন জিমি। জিমি’র পারিবারিক সূত্রের বরাত দিয়ে বিবিসি জানায়, “জিমি দুইটা জিনিস খুবই ভালবাসতেন। প্রথমটি তার পরিবার। আর দ্বিতীয়টি হল ফুটবল। বিশেষ করে ব্ল্যাকপুল, ইংল্যান্ড দল এবং তার সহকর্মীদের”।
জিমি’র এমন বিদায়ে শোকের ছায়া নেমে এসেছে ইউরোপের ফুটবল অঙ্গনে। জিমি’র ঘনিষ্ঠ বন্ধু এবং পেশাদার ফুটবলারস অ্যাসোসিয়েশন এর সভাপতি টেইলর বলেন, “জিমি ছিল জাতীয় বীর এবং কিংবদন্তি খেলোয়াড়। ব্ল্যাকপুলের আইকন আর ইংল্যান্ড দলের অধিনায়কও ছিল জিমি। ফুটবল সংশ্লিষ্ট সবাই তাকে মনে রাখবে”।
এছাড়াও সাবেক এই ফুটবল তারকার মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে শোক বার্তা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক, সাবেক ও বর্তমান খেলোয়াড়, সাংবাদিকসহ বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান এবং সংগঠন।
সূত্রঃ বিবিসি
//এস এইচ এস//