ঢাকা, শনিবার   ২৮ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ১৩ ১৪৩১

ধর্মের নামে সহিংসতা বন্ধে মুসলিম বিশ্বকে সোচ্চার হওয়ার আহ্বান বাংলাদেশর

প্রকাশিত : ০৬:৩৪ পিএম, ২৬ এপ্রিল ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০৬:৩৪ পিএম, ২৬ এপ্রিল ২০১৬ মঙ্গলবার

ধর্মের নামে সহিংসতা বন্ধে মুসলিম বিশ্বকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। সৌদি আরবের রিয়াদে দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স সৌদ আল-ফয়সাল স্মরণে আয়োজিত সভায় এ কথা বলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এ সময় মুসলিম উম্মাহর কল্যাণে প্রিন্স সৌদ আল ফয়সালের নেতৃত্বে প্রশংসা করেন তিনি। এছাড়া সন্ত্রাসবাদ দমনে মুসলিম দেশগুলোকে সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান জানান তিনি। কিং ফয়সাল সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইসলামিক স্টাডিজ আয়োজিত সম্মেলনে যোগ দিতে গেল ২৪শে এপ্রিল সৌদি আরবে যান আবুল হাসান মাহমুদ আলী। এ সফরে লেবাননের সাবেক প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল বিন আল-জুবায়েরের সঙ্গে বৈঠক করেন মাহমুদ আলী। দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয়ে কথা বলেন তারা।