ঢাকা, শনিবার   ২৮ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ১৩ ১৪৩১

সিরাজগঞ্জে মটর শ্রমিক ইউনিয়ন ও মালিক সমিতির ডাকে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট

প্রকাশিত : ০৬:৪৭ পিএম, ২৬ এপ্রিল ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০৬:৪৭ পিএম, ২৬ এপ্রিল ২০১৬ মঙ্গলবার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চাঁদাবাজী, মারধর, হয়রানীর প্রতিবাদে পাবনা জেলা মটর শ্রমিক ইউনিয়ন ও মালিক সমিতির ডাকে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট চলছে। এতে দুর্ভোগে পড়েছে যাত্রীরা। পাবনা জেলা মটর শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি জীবন সরকার জানান, বেশকিছুদিন ধরে উল্লাপাড়ার মালিক-শ্রমিক সমিতির নেতারা পাবনার বাস শ্রমিকদের কাছ থেকে প্রতিনিয়ত চাঁদা নিয়ে নিয়ে আসছিল। চাঁদা না দিলে বাস শ্রমিকদের মারধর ও নানাভাবে হয়রানী করতো। এ বিষয়ে সোমবার সন্ধ্যায় জেলা পরিবহণ মালিক সমিতি ও জেলা মটর শ্রমিক ইউনিয়নের যৌথ সভায় অনির্দিষ্টকালের এ পরিবহণ ধর্মঘটের ডাক দেয়া হয়।