হঠাৎ চাপে বাংলাদেশ
প্রকাশিত : ০২:৫০ পিএম, ২৩ জানুয়ারি ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০২:৫১ পিএম, ২৩ জানুয়ারি ২০১৮ মঙ্গলবার
সাকিব-তামিমের জুটিতে শুরুতে শক্ত অবস্থানে থাকলেও ঝটপট উইকেট পতনে চাপে রয়েছে বাংলাদেশ। ৪১.২ ওভারে ১৬৮ রান তুলতে ৭ উইকেট হারিয়েছে স্বাগতিকরা।
ত্রিদেশীয় সিরিজের প্রথম দুই ম্যাচে সহজ জয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। মঙ্গলবার জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচটি তাই তাদের জন্য ‘নিয়মরক্ষার’। ম্যাচের শুরুতে হোঁচট খেয়ে বসেছিল বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ তৃতীয় ওভারে হারায় প্রথম উইকেট। কাইল জার্ভিসের বলে স্পষ্ট এলবিডাব্লিউতে সাজঘরে ফিরে গেছেন এনামুল হক বিজয়। প্রাথমিক ধাক্কা সামলে নেন অভিজ্ঞ দুই তারকা তামিম ইকবাল ও সাকিব আল হাসান। হাফসেঞ্চুরির পথে ছিলেন দুজন। সাকিব আগে হাফসেঞ্চুরি করলেও বিদায় নেন ৫১ রানে। সিকান্দার রাজার বলে বাইরে এসে খেলতে গিয়েছিলেন সাকিব। পরাস্ত হওয়ায় তাকে স্টাম্পড করেন টেলর।
সাকিব বিদায় নিলেও শক্ত ভিত্তির ওপর দাঁড় করিয়ে দিয়েছেন জুটি গড়ে। এই জুটিতে আসে ১০৬ রান। অপর দিকে তামিমও তুলে নিয়েছেন ফিফটি। ধীরে ধীরে নিজের ইনিংস বড় করছেন বাঁহাতি ওপেনার। সঙ্গী মুশফিক কিছুক্ষণ ইনিংস গড়ার চেষ্টা করলেও ব্যক্তিগত ১৮ রানে তাকে তালুবন্দি করান ক্রেমার। এরপরেই বাংলাদেশকে চাপে ফেলে দেন এই স্পিনার। এক ওভার বিরতি দিয়ে নতুন নামা মাহমুদউল্লাহকে সাজঘরে ফেরান। মাহমুদউল্লাহ ফেরেন ২ রানে। এরপর সেঞ্চুরির পথে থাকা তামিম ইকবালকেও স্টাম্পড করান। তামিম বিদায় নেন ৭৬ রানে। তার ১০৬ বলের ইনিংসে ছিল ৬টি চার।
বাংলাদেশ দলে একটাই পরিবর্তন এসেছে। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচের একাদশ নিয়েই মাঠে নেমেছে বাংলাদেশ। পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিনের বদলে সুযোগ পেয়েছেন বাঁহাতি স্পিনার সানজামুল ইসলাম।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, এনামুল হক, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), নাসির হোসেন, সাব্বির রহমান, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, সানজামুল ইসলাম।
জিম্বাবুয়ে দল: হ্যামিল্টন মাসাকাদজা, সলোমন মিরে, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেইলর (উইকেটরক্ষক), সিকান্দার রাজা, পিটার মুর, ম্যালকম ওয়ালার, গ্রায়েম ক্রেমার (অধিনায়ক), কাইল জার্ভিস, টেন্ডাই চাতারা, ব্লেসিং মুজারাবানি।