মাশরাফি-সাকিবের দাপটে চাপে জিম্বাবুয়ে
প্রকাশিত : ০৫:৩০ পিএম, ২৩ জানুয়ারি ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০৭:৩০ পিএম, ২৩ জানুয়ারি ২০১৮ মঙ্গলবার
মিরপুরে চলমান ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের বিপক্ষে ব্যাট করছে জিম্বাবুয়ে। কিন্তু শুরুতেই ব্যাটসম্যানদের লাগাম টেনে ধরেছে টাইগার বোলাররা।
দলীয় ১৪ রানেই জিম্বাবুয়ে শিবিরে আঘাত হানে টাইগার অধিনায়ক মাশরাফি। ৫ রানে ওপেনার হ্যামিলটন মাসাকাডজাকে সাজঘরে ফেরান মাশরাফি। স্লিপে মাসাকাডজাকে তালুবন্দী করেন সাব্বির।
এরপরেই মাশারাফির সাথে যোগ দেন সাকিব আল হাসান। ব্যাট হাতে ৫১ রান করা সাকিব নিজের নামের আগে ‘অলরাউন্ডার’ তকমার প্রতি সুবিচার করতেই মনে হয় পরপর দুই বলে সাজঘরে ফেরান দুই জিম্বাবুয়ে ব্যাটসম্যানকে।
দলীয় ২০ আর ব্যক্তিগত ৭ রানে সাকিবের বলে বোল্ড আউট হয়ে সাজঘরে ফেরেন এসএফ মিরে। এরপরে বলেই শুণ্য রানে এলবিডব্লিউ হন টেইলর। হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়ে তুলেও অল্পের জন্য হ্যাটট্রিক বঞ্চিত হন সাকিব আল হাসান। কোনমতে সাকিবের হ্যাটট্রিক এড়িয়ে যান এরভিন।
তবে পরের ওভারেই এরভিনকে সাজঘরে ফেরান নড়াইল এক্সপ্রেস। নবম ওভারের দ্বিতীয় বলে দলীয় ৩৪ রানে এরভিনকে আবারও সাব্বিরের তালুবন্দী করেন ম্যাশ।
এর আগে ম্যাচের প্রথম ইনিংসে নির্ধারিত ৫০ ওভারে ২১৬ রান করে টাইগার ব্যাটসম্যানরা।
তামিম ৭৬ আর সাকিব ৫১ রান করলেও আর সবাই ছিলেন আসা যাওয়ার মাঝে।
এই মুহুর্তে জিম্বাবুয়ের সংগ্রহ ৪ উইকেটে ৫৫ রান।
/ এআর /