ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৯ ১৪৩১

এবার হ্যাটট্রিক বঞ্চিত সানজামুল

প্রকাশিত : ০৬:২৯ পিএম, ২৩ জানুয়ারি ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০৬:২৯ পিএম, ২৩ জানুয়ারি ২০১৮ মঙ্গলবার

সাকিবের পর জিম্বাবুয়ের বিপক্ষে একই ম্যাচে হ্যাটট্রিক বঞ্চিত হলেন সানজামুল ইসলাম। দলীয় ২৩ আর ব্যক্তিগত ৬ষ্ঠ ওভারে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়ে তোলেন সানজামুল।

মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজে আজ বাংলাদেশের মুখোমুখি সফররত জিম্বাবুয়ে। নিজেদের প্রথম ইনিংসে জিম্বাবুয়েকে ২১৭ রানের টার্গেট দেয় বাংলাদেশ।

আর দ্বিতীয় ইনিংসে বল হাতে জিম্বাবুয়ের লাগাম টেনে ধরে টাইগার বোলাররা।

নিজের ৬ষ্ঠ ওভারের চতুর্থ বলে সফরকারীদের ব্যাটসম্যান পিজে মুরকে ১৪ রানে সাজঘরে ফেরান সানজামুল। পরের বলেই জিম্বাবুয়ের দলীয় ৬৮ রানে সানজামুলের শিকার হন ওয়ালার। দুইজনকেই এলবিডব্লিউ এর মাধ্যমে সাজঘরের পথ দেখান সানজামুল।

তবে হ্যাটট্রিকে সানজামুলকে রুখে দেন সফরকারী ব্যাটসম্যান ক্রিমার।

এর আগে দলীয় সপ্তম ওভারে একবার হ্যাটট্রিকের কাছাকাছি এসেছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সেবার মিরে এবং টেইলরকে আউট করেন সাকিব। তবে অল্পের জন্য ইরভিনকে আউট করতে না পারায় হ্যাটট্রিক অধরাই থেকে যায় এই অলরাউন্ডারের।

/ এআর /