ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৮ ১৪৩১

বেনগাজিতে গাড়ি বোমা হামলায় নিহত ২৭

প্রকাশিত : ১০:৫৫ এএম, ২৪ জানুয়ারি ২০১৮ বুধবার

লিবিয়ার বেনগাজিতে দুটি পৃথক গাড়ি বোমা হামলায় কমপক্ষে ২৭ জন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় কমপক্ষে ২০-৩০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

বেনগাজির একটি মসজিদের নিটকবর্তী এলাকায় গাড়ি বোমা হামলার ঘটনাটি ঘটে। কয়েক মিনিটের ব্যবধানে একই এলাকায় দুটি বোমার বিস্ফোরণ ঘটে। এতে এ হতাহতের ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত কোন গোষ্ঠীই এ হামলার দায় স্বীকার করেনি।

জানা যায়, বেনগাজির আল-স্লেমানির পার্শ্ববর্তী একটি মসজিদের রাস্তায় প্রথম বোমা বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এসময় মুসল্লিরা মাগরিবের নামাজ পড়ে মসজিদ থেকে বের হচ্ছিলেন। এর মাত্র কয়েকমিনিটের মধ্যে রাস্তার অপর পার্শ্বে দ্বিতীয় গাড়ি বোমা হামলার ঘটনাটি ঘটে। এ ঘটনায় সেনাবাহিনীর সদস্যসহ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

এর আগে গত ১৬ জানুয়ারি বিভিন্ন অভিযানে আটক সন্ত্রাসবাদীদের মুক্ত করতে রাজধানী ত্রিপোলির আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালায় সন্ত্রাসীরা। এতে ঘটনাস্থলেই ২০ জন নিহত ও ৬৯ জন আহত হয়েছিল।

সুত্র: বিবিসি
এমজে/