নগরীর প্রত্যেকটি ঘরে ময়লা আবর্জনা সংগ্রহ করবে পরিচ্ছন্নতা কর্মীরাঃ আ জ ম নাছির
প্রকাশিত : ০২:১৫ পিএম, ২৭ এপ্রিল ২০১৬ বুধবার | আপডেট: ০২:১৫ পিএম, ২৭ এপ্রিল ২০১৬ বুধবার
২০১৬ সালের মধ্যেই চট্টগ্রাম নগরীর ৪১টি ওয়ার্ডের প্রত্যেকটি ঘরে ময়লা আবর্জনা সংগ্রহ করবে পরিচ্ছন্নতা কর্মীরা, এমনটাই জানালেন চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির।
চট্টগ্রাম শহর উন্নয়ন ও সবুজ নগরীতে পরিণত করা নিয়ে এক মতবিনিময় সভায় মেয়র এ’কথা বলেন। তিনি বলেন, ৩ বছরের মধ্যে নগরীর সব সড়ক মানসম্মত করাসহ যানজট মুক্ত শহর হিসেবে গড়ে তোলা হবে। পর্যায়ক্রমে ফুটপাত দখলকারী হকারদেরও উচ্ছেদ করা হবে বলে জানান তিনি। সভায় প্যানেল মেয়র চৌধুরী হাসনী, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, চট্টগ্রাম চেম্বার সভাপতিসহ অনেকে উপস্থিত ছিলেন।