ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৮ ১৪৩১

আরও গরম হচ্ছে পৃথিবী

প্রকাশিত : ০৮:২৬ পিএম, ২৪ জানুয়ারি ২০১৮ বুধবার

১৮৮০ সালের পর সব চেয়ে উষ্ণতম বছর হিসেবে রেকর্ড বুকে নাম লিখিয়েছে ২০১৭ সাল। গত বছর গ্লোবাল ওয়ার্মিং সর্বোচ্চ মাত্রায় পৌঁছেছে, যার মারাত্মক প্রভাব পরছে প্রকৃতি এবং মানব শরীরের উপর। মঙ্গলবার নাসার একটি রিপোর্টে এমন তথ্যই প্রকাশ করা হয়েছে।

দ্য গ্লোবাল সার্ফেস টেম্পারেচার অব দা আর্থ নামে চালানো সমীক্ষাটিতে দেখা যায়, তাপমাত্রা বৃদ্ধির হারের দিক থেকে ২০১৭ সাল দ্বিতীয় স্থান নিয়েছে এবং প্রথম স্থানে রয়েছে ১৮৮০ সাল। শুধু তাই নয়, নাসার বিজ্ঞানীদের মতে এখনই যদি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া না যায়, তাহলে আগামী ৩০ বছরের মধ্যে পৃথিবীর তাপমাত্রা এতটাই কমে যাবে যে মানুষের বেঁচে থাকা এক প্রকার কঠিন হয়ে দাঁড়াবে, যেমনটা হয়েছিল আইস এজের সময়। তাই তো আগামী ৩০ বছর পরের পরিস্থিতিকে বিজ্ঞানীরা "মিনি আইস এজ" নামে ডাকা শুরু করেছেন।

বিজ্ঞানীদের মতে, পরিবেশ দূষণ এতটা বৃদ্ধি পেয়েছে যে কার্বোন-ডাই-অক্সাইডের পরিমাণ ক্রমাগত বাড়তে শুরু করেছে। আর এটি গ্লোবাল ওয়ার্মিং-এর পিছনে প্রাথমিক কারণ। সেই সঙ্গে তো রয়েছেই আরও নানা বিষয়, যা পরিস্থিতিকে আরও ভয়ানক করে তুলছে।

সূত্র: বোল্ডস্কাই

একে/টিকে