বিশ্ব উষ্ণতায় বাড়ছে রোগের প্রকোপ
প্রকাশিত : ০৯:০০ পিএম, ২৪ জানুয়ারি ২০১৮ বুধবার
একাধিক গবেষণায় দেখা গেছে তাপমাত্রা যত বৃদ্ধি পাচ্ছে, তত মানুষের শরীরের উপরর তার কুপ্রভাব পরছে। সেই সঙ্গে বাড়ছে নানা রোগের প্রকোপ। যেমন-
১. ভাসকুলার ডিজিজের প্রকোপ বাড়ছে: একাধিক স্টাডি করে দেখা গেছে তাপমাত্রা বাড়ার কারণে সারা বিশ্বে এরিথ্রামেলালজিয়া নামক একটি ভাসকুলার ডিজিজের প্রকোপ মারাত্মক বৃদ্ধি পয়েছে। এই রোগে আক্রান্ত হলে সারা শরীরে প্রচণ্ড জ্বালা হতে থাকে, যেমনটা পুড়ে গেলে সাধারণত হয়।
২. সংক্রমণের মতো রোগের আক্রমণ বাড়ছে: পৃথিবীর তাপমাত্রা ক্রমাগত বাড়ার কারণে আবহাওয়ায় মারাত্মক পরিবর্তন হচ্ছে। আর এই কারণে নানাবিধ জীবাণুর সংখ্যাও প্রতিনিয়ত যাচ্ছে বেড়ে। ফলে স্বাভাবিকভাবেই বাড়ছে সংক্রমক ডিজিজের প্রকোপ। তাই তো এমন পরিস্থিতিতে বেশি করে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা।
৩. মশাবাহিত রোগের প্রকোপ বাড়ছে মারাত্মকভাবে: তাপমাত্রা বাড়ার কারণে পরিবেশে এমন পরিবর্তন আসছে যে তার প্রভাবে মাশাদের বংশবৃদ্ধি বাড়ছে চোখে পরার মতো। ফলে স্বাভাবিকভাবেই ম্যালেরিয়া, ডেঙ্গু এবং চিকুনগুনিয়া মতো রোগের প্রকোপ বাড়ছে লাফিয়ে লাফিয়ে।
৪. কলেরা রোগ এসেছে ফিরে: নদী এবং সমুদ্রের অন্দরে তাপমাত্রা বাড়ার কারণে পানিতে নাইট্রোজ এবং ফসফরাসের মাত্রা ক্রমাগত বাড়ছে, যার প্রভাবে কলেরা ব্যাকটেরিয়ার জন্ম ঘঠছে লাফিয়ে লাফিয়ে। ফলে পানির মাধ্যমে সেই জীবাণুর প্রবেশ ঘটছে শরীরের ভেতরে। এবার নিশ্চয় বুঝেতে পরেছেন কেন ডাক্তাররা পানি ফুটিয়ে খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন।
৫. মস্তিষ্কের উপর খারাপ প্রভাব পরছে: ২০১১ সালে হওয়া একটি গবেষণায় প্রমাণিত হয়ে গেছে যে, তাপমাত্রা যত বৃদ্ধি পাচ্ছে তত খারাপ প্রভাব পরছে ব্রেনের ভেতরে। বাড়ছে স্ট্রেস এবং ব্রেন ইনজুরির আশঙ্কাও। সেই সঙ্গে বাড়ছে অ্যাংজাইটি এবং মানসিক অবসাদের মতো রোগের প্রকোপও। আর যেমনটা সবারই জানা আছে যে মনাসিক অবসাদ বা স্ট্রেস কখনই একা আসে না। সঙ্গে নিয়ে আসে আরও নানা মারণ রোগকে। তাই এই বিষয়ে সাবধান থাকতে হবে। প্রয়োজনে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করতেও ভুলবেন না যেন!
সূত্র: বোল্ডস্কাই
একে/টিকে