ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

বরিশাল জেলা ইজতেমা কাল

প্রকাশিত : ১২:০৫ এএম, ২৫ জানুয়ারি ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ১২:৩৭ এএম, ২৫ জানুয়ারি ২০১৮ বৃহস্পতিবার

ইজতেমার বরিশাল জেলা পর্ব আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। ইতিমধ্যে ইজতেমার সব প্রস্তুতি শেষ হয়েছে। কাল নগরীর নবগ্রাম রোড সরদারপাড়া এলাকায় বাদ ফজর আম বয়ানের মধ্যে দিয়ে শুরু হবে তিন দিনব্যাপী জেলা ইজতেমা। ইজতেমা শেষ হবে আগামী শনিবার বেলা ১১টায় মোনাজাতের মাধ্যমে।

আয়োজক কমিটি জানিয়েছে, ইজতেমা লক্ষাধিক মুসল্লির সমাগম হবে। ইতিমধ্যে হাজার হাজার মুসল্লি ইজতেমা মাঠে অবস্থান নিয়েছেন।

ইজতেমায় একসাথে আড়াই লাখ লোকের নামাজ আদায়ের ব্যবস্থা রয়েছে। ইজতেমা মাঠে প্রায় ৪০ হাজার মুসল্লি একসাথে থাকার মতো সামিয়ানা টাঙানো হয়েছে।

তাছাড়া মুসল্লিদের জন্য ৮০০ টয়লেট, ওজুর জন্য ৫০০ ট্যাপ ও ৪টি পুকুর এবং ১৪টি টিউবওয়েলের ব্যবস্থা হয়েছে। রাতে আলোর জন্য ১৬০০ বৈদ্যুতিক লাইটের ব্যবস্থা করা হয়েছে।

বরিশাল মহানগর পুলিশ সূত্রে জানা গেছে, ইজতেমার নিরাপত্তায় পুলিশ বাহিনীর ৩০০ সদস্য দায়িত্ব পালন করবেন।

 

আর