ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৮ ১৪৩১

ধর্ম বিদ্বেষী দল ত্যাগ: ইসলাম গ্রহণ জার্মান নেতার

প্রকাশিত : ১০:৩৩ এএম, ২৫ জানুয়ারি ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ১০:৩৫ এএম, ২৫ জানুয়ারি ২০১৮ বৃহস্পতিবার

জার্মানির মুসলিম বিদ্বেষী দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি) থেকে পদত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন দলটির গুরুত্বপূর্ণ এক নেতা। এএফডি বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে।

রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম ডয়েচে ভেলে জানিয়েছে, আর্থার ওয়াগনার নামের ওই নেতা ব্যক্তিগত কারণ দেখিয়ে এএফডি থেকে পদত্যাগ করেছেন। পদত্যাগের পূর্বে তিনি পূর্ব জার্মানির ব্রান্ডেনবার্গ প্রদেশের দলীয় প্রধানের দায়িত্ব পালন করছিলেন।

২০১৫ সালে দলের ওই প্রদেশের দায়িত্ব নেওয়া ওয়াগনার তার পদত্যাগের বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি। এক দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে ওয়েগনার বলেন, ব্যক্তিগত কারণে আমি দল ত্যাগ করেছি।

জানা গেছে, দলের দায়িত্ব নেওয়ার পরও তিনি বিভিন্ন গির্জায় যেতেন। ওই সময় থেকেই তিনি ধর্ম নিয়ে জানা চেষ্টা করতেন। এদিকে এএফডির বিরুদ্ধে অভিবাসন নীতিতে কড়াকড়ি আরোপের অভিযোগ রয়েছে। এএফডি শরণার্থীদের দেশটিতে প্রবেশের বিরোধীতা করে আসছে। তবে এএফডি জার্মানীর তৃতীয় বৃহত্তম দল হিসেবে পরিচিত। গত নির্বাচনে তারা ১২ শতাংশ ভোট পায়।

সুত্র: আল-জাজিরা
এমজে/