বাদ পড়তে পারেন নাসির, একাদশে সাইফুদ্দিন
প্রকাশিত : ১১:৩০ এএম, ২৫ জানুয়ারি ২০১৮ বৃহস্পতিবার
তিন জাতির টুর্নামেন্টে আজকের ম্যাচটি বাংলাদেশের জন্য নিয়মরক্ষার হলেও শ্রীলংকার জন্য মরা বাঁচার লড়াই। কারণ আজ হারলে কোনো হিসেব নিকেশ ছাড়াই ফাইনাল থেকে ছিটকে পড়তে হবে হাথুরের সৈনিকদের।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ১২টায়।
আজকের ম্যাচে বাংলাদেশ একাদশে দু’একটি পরিবর্তন আনা হতে পারে। সেক্ষেত্রে একজন পেসার যুক্ত হতে পারেন একাদশে। সেক্ষেত্রে সাইফুদ্দিন সুযোগ পেতে পারেন। কপাল পুড়তে পারে নাসির কিংবা সানজামুলের মধ্যে একজনের।
এই সিরিজে অলরাউন্ডার নাসিরের ব্যাট কথা বলছে না। বোলিংটা যাই আছে ব্যাট হাতে দাঁড়াতেই পারছেন না। সবশেষ দুই ম্যাচে দুই অঙ্কের স্কোর গড়তে পারেননি নাসির। নাসিরের জায়গায় মেহেদী মিরাজও ঢুকে যেতে পারেন।
তবে সানজামুল বোলিংটা প্রত্যাশিত-ই করছেন। তবে ব্যাটিংয়ে খুব একটা ধার নেই সানজামুলের। সানজামুলের জায়গায় মোহাম্মদ মিঠুনকেও দলে দেখা যেতে পারে।
কেউ কেউ মুস্তাফিজকে বিশ্রাম দেওয়ার পক্ষে থাকলেও শেষ পর্যংন্ত ছন্দ ধরে রাখার স্বার্থে তাকে দলে রাখা হতে পারে।
সম্ভাব্য একাদশ : তামিম, এনামুল, সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহ, সাব্বির, নাসির/মেহেদী মিরাজ, মাশরাফি, সাইফুদ্দিন/ সানজামুল, মুস্তাফিজ, রুবেল।