আগুন সন্ত্রাসীরাই গুপ্তহত্যা চালাচ্ছেঃ প্রধানমন্ত্রী
প্রকাশিত : ০৫:০৩ পিএম, ২৭ এপ্রিল ২০১৬ বুধবার | আপডেট: ০৫:০৩ পিএম, ২৭ এপ্রিল ২০১৬ বুধবার
যারা পুড়িয়ে মানুষ হত্যা করেছিলো, তারাই গুপ্তহত্যা চালাচ্ছে বলে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাম্প্রতিক এসব হত্যার তদন্ত চলছে, শিগগিরই খুনীদের গ্রেফতার করা যাবে বলেও বিশ্বাস তাঁর। বুধবার সকালে নিজ কার্যালয়ে এসব বলেন প্রধানমন্ত্রী। অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে দেশের উন্নয়ন যাতে কেউ ব্যাহত করতে না পারে, সেজন্য সবাইকে সজাগ থাকারও আহবান জানিয়েছেন শেখ হাসিনা।
দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে বর্তমান সরকার অগ্রাধিকারের ভিত্তিতে বেশ কিছু ’ফাস্ট ট্র্যাক প্রকল্প” হাতে নিয়েছে। এসব প্রকল্পের দ্রুত বাস্তবায়নে গঠিত মনিটরিং কমিটির চতুর্থ সভা হয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে।
সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাম্প্রতিক গুপ্ত হত্যাকান্ড নিয়ে বললেন, যারা দেশের উন্নয়ন চায় না, যারা এর আগে আগুন সন্ত্রাস করেছে দেশে, তারাই এসব খুনখারাবি করছে এখন।
গুপ্ত হত্যার তদন্ত চলছে, শিগগিরই খুনীরা গ্রেফতার হবে বলেও বিশ্বাস প্রধানমন্ত্রীর।
সম্প্রতি যুক্তরাষ্ট্রে বাংলাদেশী দম্পত্তি খুনের ঘটনারও বিচার দাবি করেন শেখ হাসিনা।
উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সব ধরনের দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে জনগণের প্রতি আহবান জানান প্রধানমন্ত্রী। সভায়, আগামী আড়াই বছরের মধ্যে বর্তমান সরকারের নেয়া সব প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্টদের জোর তাগিদ দেন তিনি।