ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

ফিলিস্তিনে দেওয়া অর্থ বন্ধ না করতে ২১ দাতা সংস্থার চিঠি

প্রকাশিত : ০২:১০ পিএম, ২৫ জানুয়ারি ২০১৮ বৃহস্পতিবার

জাতিসংঘের মাধ্যমে ফিলিস্তিনে দেওয়া অনুদান বন্ধের যে সিদ্ধান্ত যুক্তরাষ্ট নিয়েছে, তার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ২১টি মানবাধিকার সংস্থা। পাকিস্তানে অনুদান বন্ধের কয়েকদিন পরই ফিলিস্তিনের শরণার্থীদের দেওয়া ৬৫ মিলিয়ন ডলার আর্থিক অনুদান বন্ধের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র।

গত বুধবার ২১ মানবাধিকার সংস্থার প্রধানগণ ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তের কড়া সমালোচনা করে হোয়াইট হাউজে একটি যৌথ চিঠি পাঠান। এতে ট্রাম্পের নেওয়া সিদ্ধান্তের কড়া সমালোচনা করা হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, ফিলিস্তিনে দেওয়া অর্থ প্রত্যাহার করলে শরণার্থীদের মারাত্মক পরিণতি বরণ করতে হবে। তাই তারা বলেন, আমরা ট্রাম্পের সিদ্ধান্তে গভীরভাবে উদ্বিঘ্ন। নারী-শিশুসহ জর্ডান, সিরিয়া লেবানন ও পশ্চিম তীর থেকে পালিয়ে আসা শরণার্থীরা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলেও মত দেন তারা।

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট গত সপ্তাহে জানায়, ওয়াশিংটন ফিলিস্তিনে দেওয়া ৬৫ মিলিয়ন মার্কিন ডলার অনুদান প্রত্যাহার করবে। আর সেই অর্থ দেশটির ত্রাণ বিতরণ ও কতিপয় এজেন্সিকে দেওয়ার দেওয়ার কথা জানায় সংস্থাটি।

এদিকে যুক্তরাষ্ট্র বলছে, ফিলিস্তিনিদের শিক্ষা দিতে নয়, বরং ত্রাণকর্মীদের জন্যই এই অর্থ প্রত্যাহার করবে তারা।

সুত্র: রয়টার্স
এমজে/