আসন্ন বাজেটে নারীদের সুরক্ষা ও উন্নয়ন নীতি বাস্তবায়নের দাবি নারী নেত্রীদের
প্রকাশিত : ০৫:৫৬ পিএম, ২৭ এপ্রিল ২০১৬ বুধবার | আপডেট: ০৫:৫৬ পিএম, ২৭ এপ্রিল ২০১৬ বুধবার
আসন্ন বাজেটে নারীদের বিশেষ সুরক্ষা ও জাতীয় নারী উন্নয়ন নীতি বাস্তবায়নের দাবি জানিয়েছেন নারী নেত্রীরা।
বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবে প্রগতি নারী সংঘ আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। লিঙ্গ বৈষম্য দূরীকরণ, নারীর উন্নয়ন ও ক্ষমতায়নে সর্বক্ষেত্রে নারীর অবদানকে স্বীকৃতি প্রদানের জন্য আহ্বান জানানো হয়। এছাড়া, সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধি নারীদের বিশেষ সুবিধা প্রদান করে জাতীয় বাজেটে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাব করা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নারী নেত্রী নাজনীন আহমেদ ও প্রগতি নারী সংঘের নির্বাহী পরিচালক রোকেয়া কবির।