চমকের অপেক্ষায় শুভ-তানহা
প্রকাশিত : ০৫:৫৫ পিএম, ২৫ জানুয়ারি ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ০৯:৪১ পিএম, ২৫ জানুয়ারি ২০১৮ বৃহস্পতিবার
আরিফিন শুভ এরইমধ্যে বিদ্যা সিনহা মিম, মাহিয়া মাহি, তিশা, মম, আঁচলসহ অনেকের বিপরীতে অভিনয় করেছেন। তবে এবারই প্রথম মডেল ও অভিনেত্রী তানহা তাসনিয়ার বিপরীতে একটি সিনেমাতে কাজ করেছেন। সিনেমার নাম ‘ভালো থেকো’।
জাকির হোসেন রাজু পরিচালিত এই চলচ্চিত্রটি মুক্তি পাবে সিনেমার নায়ক শুভর জন্মদিনে। সিনেমাটিতে নতুন এই জুটিকে ভিন্ন ভাবে, ভিন্ন চরিত্রে উপস্থাপন করছেন পরিচালক।
প্রেম ও মানবতার কথা নিয়ে নির্মিত মৌলিক গল্পের এ সিনেমাতে জয় ও নীলার চরিত্রে অভিনয় করেছেন আরেফিন শুভ ও তানহা তাসনিয়া। এ সিনেমাতে প্রথমবারের মত জুটি বেঁধে দর্শকদের সামনে হাজির হচ্ছেন তারা। তাদের দুজনের একজনকে দেখা যাবে আর্কিটেক্টরূপে, আরেকজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী হিসেবে।
সিনেমাটি প্রসঙ্গে ইটিভি অনলাইনকে তানহা তাসনিয়া বলেন, ‘সিনেমার গল্পে খুব মজার একটি সম্পর্ক দেখানো হয়েছে। শুভ ভাই আমার বেয়াই এবং আমি তার বেয়াইনের চরিত্রে অভিনয় করছি। অনেক মজার মজার দৃশ্যে আমরা অভিনয় করেছি। আর শুভ ভাইয়ের সঙ্গে প্রথমবার কাজ করলেও অভিজ্ঞতা অনেক ভালো। কাজ করতে গিয়ে আমার কাছে মনে হয়েছে অনেক দিনের পরিচিত কারও সঙ্গে কাজ করছি। কাজের বিষয়ে শুভ ভাই অনেক সহযোগিতা করেছেন।’
সিনেমাটি নিয়ে শুভ বলেন, ‘যদিও জন্মদিন আমার কাছে খুব বড় কিছু নয়, তবে এবারই প্রথম আমার জন্মদিনে একটি সিনেমা মুক্তি পাচ্ছে। আর সেটি হচ্ছে ‘ভালো থেকো’। স্বাভাবিক ভাবেই একটা অন্যরকম ভালোলাগা কাজ করছে।’
তিনি আরও বলেন, ‘তানহা এর আগে ‘ভোলা তো যায় না তারে’ শিরোনামের একটি সিনেমায় অভিনয় করেছে। যেটি মুক্তিও পেয়েছে। নতুন হলেও বেশ ভালো কাজ করছে সে। ‘ভালো থেকো’ সিনেমাটি নিয়ে আমি বেশ আশাবাদী। ঢাকাই সিনেমার দর্শকরা আরও একটি নতুন জুটি পাচ্ছে।’
শুভ বলেন, ‘সিনেমার গল্প এখনই সব বলতে চাই না। তবে এটুকু বলবো যে- দর্শক আমাকে এই সিনেমার মধ্য দিয়ে ঢাকা অ্যাটাকের শুভ কে নয়, রোমান্টিক শুভকে দেখতে পাবে।’
উল্লেখ্য, দি অভি কথাচিত্র পরিবেশিত ‘ভালো থেকো’ সিনেমাতে শুভ-তানহা ছাড়া আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, আমজাদ হোসেন, অরুণা বিশ্বাস, রেবেকা, এম এ শহীদ, আসিফ ইমরোজ ও তানিন সুবহা প্রমুখ।
এদিকে কলকাতার পরিচালক অরিন্দম শীল নিয়ে আসছেন ‘বালিঘর’ নামে চলচ্চিত্র। তার এই সিনেমাতে জুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছেন বাংলাদেশের আরিফিন শুভ ও নুসরাত ইমরোজ তিশা। সাত বন্ধুর গল্প নিয়ে তৈরি করা হবে ‘বালিঘর’।
শুভ-তিশা ছাড়াও ‘বালিঘর’ সিনেমায় আরও অভিনয় করবেন, কলকাতার আবির চ্যাটার্জি, পার্ণো মিত্র, রুহুল ব্যানার্জি ,অনির্বাণ ভট্টাচার্য ও বাংলাদেশশের নওশাবা।
এসএ/