ঢাকা, শনিবার   ২৮ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ১৩ ১৪৩১

রংপুরে ৬ বাস যাত্রীকে জীবন্ত পুড়িয়ে হত্যার মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ ৫ ও ১২ মে

প্রকাশিত : ০৫:৫০ পিএম, ২৭ এপ্রিল ২০১৬ বুধবার | আপডেট: ০৫:৫০ পিএম, ২৭ এপ্রিল ২০১৬ বুধবার

রংপুরের মিঠাপুকুরে যাত্রীবাহি বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করে শিশুসহ ৬ বাস যাত্রীকে জীবন্ত পুড়িয়ে হত্যার মামলার সাক্ষ্য গ্রহণ শেষে পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ৫ ও ১২ মে নির্ধারণ করেছে আদালত। আজ বুধবার প্রত্যক্ষদর্শী সাক্ষী সালাউদ্দিন ভুট্টুর সাক্ষ্য ও জেরা করা হয়। এ নিয়ে এখন পর্যন্ত ১০ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দিলেন। রংপুরের অতিরিক্ত ও জেলা ও দায়রা জজ আদালত ১ এর বিচারক মোঃ রোকনুজ্জামানের আদালতে চাঞ্চল্যকর এ মামলার বিচার চলছে। এদিকে কারাগারে আটক মামলার আসামী ৫৪ জন জামায়াত শিবির নেতা কর্মীর মধ্যে ৪৫ জন আসামীর পক্ষে জামিনের আবেদন করা হলে শুনানী শেষে বিজ্ঞ বিচারক তাদের জামিনের আবেদন না মঞ্জুর করে দেন।