ভালোবাসার গান কবিতা ও গল্প কথা
প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন ও গুণীজন সম্মাননা
প্রকাশিত : ১২:২২ পিএম, ২৬ জানুয়ারি ২০১৮ শুক্রবার | আপডেট: ০৯:৪৬ পিএম, ২৬ জানুয়ারি ২০১৮ শুক্রবার
“শুদ্ধ সাহিত্য সংস্কৃতি চর্চা ও বিকাশ আমাদের লক্ষ্য” এ স্লোগানকে সামনে রেখে দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন ও গুণীজন সম্মাননা ২০১৭ অনুষ্ঠিত হবে শুক্রবার বিকাল ৩টা ৩০ মিনিটে। ‘ভালবাসার গান কবিতা ও গল্পকথা’ নামের একটি সংগঠন রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে এ অনুষ্ঠানটি আয়োজন করছে। অনুষ্ঠানটি উদ্বোধন করবেন জাতীয় গ্রন্থ কেন্দ্রের সাবেক পরিচালক ও দেশবরেণ্য শুদ্ধতার কবি অসীম সাহা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ভালবাসার গান কবিতা ও গল্প কথার প্রধান সমন্বয়ক ও প্রতিষ্ঠাতা পরিচালক সৈয়দ আসাদুজ্জামান সুহান।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান ও বিশিষ্ট কথা সাহিত্যক সেলিনা হোসেন, প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজ, নাট্যকার ও শিক্ষাবিদ ড. ইনামুল হক, বৈকুণ্ঠ আবৃত্তি একাডেমির আবৃত্তি শিল্পী ও প্রতিষ্ঠাতা শিমুল মুস্তফা, আবৃত্তি শিল্পী প্রশিক্ষক মাহিদুল ইসলাম মাহি এবং তরুণ রাজনীতিবিদ ও সমাজসেবক নিজামুল হক মোস্তফা শহীদ।
একে//এসএইচ