ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৮ ১৪৩১

সেলফির ভিডিও ভাইরাল!

প্রকাশিত : ০৩:৫০ পিএম, ২৬ জানুয়ারি ২০১৮ শুক্রবার | আপডেট: ১১:২৩ পিএম, ২৬ জানুয়ারি ২০১৮ শুক্রবার

ভারতের এক তরুণের ২১ সেকেন্ডের করা একটি সেলফি ভিডিও ভাইরাল হয়ে গেছে। ইতোমধ্যে ভিডিওটি লক্ষাধিক বার দেখা হয়েছে। তবে সেই তরুণের ঝুঁকি নিয়ে ভিডিওটি করায় ওই তরুণের ৫০০ রুপি জরিমানা করেছেন আদালত।

ভারতের হায়দ্রাবাদে একটি বহুমুখী চলন্ত ট্রেনের সামনে দাঁড়িয়ে সেলফি তুলেন ওই তরুণ। ওই সময় ট্রেনের আঘাতে ছেলেটি আহত হন। গত ২১ জানুয়ারি জিম প্রশিক্ষক টি সিলভা সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় মাথায় আঘাতপ্রাপ্ত হন। ভিডিওতে দেখা যায়, ট্রেনের লাইনের সামনে দাঁড়িয়ে ওই তরুণ সেলফি ভিডিওটি তোলেন।

ওই সময় দূর থেকে অন্যজন তাকে ট্রেন আসছে বলে সতর্ক করেন। তবে সেই সতর্কতা না শুনে, সিলভা সেলফি তুলতে থাকেন। ২১ সেকেন্ডের মধ্যেই ট্রেনটি তাকে ধাক্কা দেয়। এতে সিলভা মাথা ও দেহের ডানদিকে আঘাতপ্রাপ্ত হন। একইসঙ্গে ট্রেনের ধাক্কায় ফোনটিও মাটিতে পড়ে যায়।

দক্ষিণের কেন্দ্রীয় পুলিশ জানিয়েছে, সিলভা প্রাণে বেঁচে গেছেন। তবে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।

সুত্র: বিবিসি
এমজে/