কাঙ্ক্ষিত রাজস্ব আহরণে ভিশন বাস্তবায়ন সম্ভব
যশোর প্রতিনিধি
প্রকাশিত : ০৯:২১ পিএম, ২৬ জানুয়ারি ২০১৮ শুক্রবার | আপডেট: ০৮:০৯ পিএম, ২৭ জানুয়ারি ২০১৮ শনিবার
কাঙ্ক্ষিত রাজস্ব আহরণ হলে প্রধান মন্ত্রীর ভিশন ২০২১ ও ২০৪১ বাস্তবায়ণ সম্ভব হবে বলে মন্তব্য করেছেন ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বি মিয়া।
আন্তর্জাতিক কাস্টম দিবস-২০১৮ উপলক্ষে শুক্রবার দুপুরে বেনাপোল কাস্টম ক্লাবে এক সেমিনারে তিনি এ কথা বলেন।
আন্তর্জাতিক কাস্টম বিদসের এবারের প্রতিবাদ্য বিষয় হলো ‘অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে নিরাপদ বাণিজ্য পরিবেশ। যশোর কাস্টমস এক্সসাইজ ও ভ্যাট কমিশনার মো. শওকাত হোসেন এ সেমিনারের সভাপতিত্ব করেন।
প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বি মিয়া বলেন, অর্থনৈতিক উন্নয়ন ও নিরাপদ বাণিজ্যের পরিবেশ সৃষ্টিতে প্রশিক্ষিতদের কাজে লাগাতে হবে।
তিনি অরোও বলেন, দেশ ও জাতিকে এগিয়ে নিতে মেধা ও প্রশিক্ষণের বিকল্প নেই। বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনে সবাইকে এক সাথে কাজ করতে হবে। দশে মিলে কাজ করলে আমাদের কাঙিক্ষত রাজস্ব আহরন করা সম্ভব। আর কাঙিক্ষত রাজস্ব আহরণ করা হলে প্রধানমন্ত্রীর ভিশন ২০২১ ও ২০৪১ বাস্তবায়ন সম্ভব হবে এবং আমাদের দেশ উন্নত দেশে রূপান্তরিত হবে।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যশোর-১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (রফতানি ও বন্ড), এ এফ এম শাহরিয়ার, বেনাপোল কাস্টম হাউসের কমিশনার মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী, বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন, বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন প্রমুখ।
এম/টিকে