ঢাকা, শনিবার   ২৮ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ১৩ ১৪৩১

পাট শিল্প উজ্জীবিত করতে নেয়া হচ্ছে উদ্যোগ

প্রকাশিত : ১২:১১ পিএম, ২৮ এপ্রিল ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ১২:১১ পিএম, ২৮ এপ্রিল ২০১৬ বৃহস্পতিবার

রপ্তানী নির্ভর পাট শিল্প উজ্জীবিত করতে আবারও উদ্যোগ নেয়া হচ্ছে কাঁচাপাট উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ এবং বিপণনের। পাট কমিশনের সুপারিশে এ খাতকে কৃষিশিল্প হিসেবেও গণ্য করা হচ্ছে। পাশাপাশি সরকারি পাটকলগুলোকে আধুনিকায়নের লক্ষ্যে করা হচ্ছে যুগোপযোগি। সংশ্লিষ্টরা বলছেন, এতে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে; বৈদেশিক মূদ্রাও অর্জিত হবে। পরিশ্রমের ন্যায্য মূল্য না পাওয়ায় যেমন কৃষকরা একসময় পাট চাষে উৎসাহ হারিয়েছিলেন, তেমনি আন্তর্জাতিক বাজারেও রপ্তানীযোগ্য পণ্য সরবরাহে হার মেনে নিজেদের গুটিয়ে নিয়েছিলেন উদ্যোক্তারা। কিন্তু, মন্দা সময় কাটতে শুরু করেছে। পাটকে কৃষিপণ্য হিসেবে ঘোষণা করে আদমজীসহ প্রায় সব পাটকল সচল করার উদ্যোগ নিয়েছে সরকার। পাটের মূল্য অনির্ধারিত থাকলেও, এর বাজার সম্ভাবনা বাড়ায় আশাবাদী পাটকল সংশ্লিষ্টরা। একযোগে ২২টি পাটকলে চলছে উৎপাদনের প্রতিযোগিতা। পাটশিল্পের ধ্বংসপ্রায় অবস্থা থেকে বিশ্ববাজারে গ্রহণযোগ্য অবস্থান সৃষ্টিতে নেয়া হয়েছে নানা উদ্যোগ। বহুমাত্রিক পণ্য হিসেবে দেশের চাহিদা মিটিয়ে রপ্তানীর বিষয়েও উদ্যোক্তাদের রয়েছে পরামর্শ। পাটকলগুলো শতভাগ সচল করা এখন সময়ের দাবি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তাই সুফল পেতে এখন শুধুই অপেক্ষার পালা।