ঘন কুয়াশায় বন্ধ ফেরি চলাচল
প্রকাশিত : ১০:৩২ এএম, ২৭ জানুয়ারি ২০১৮ শনিবার | আপডেট: ১১:৪৯ এএম, ২৭ জানুয়ারি ২০১৮ শনিবার
পদ্মা নদীতে ঘন কুয়াশার কারণে ঝুঁকি এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শনিবার সকাল ৮টা থেকে মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ী জেলার দৌলতদিয়া নৌপথে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ দেওয়া হয়।
নৌ পরিবহন কর্তৃপক্ষ জানিয়েছে, নৌ নৌপথ তীব্র কুয়াশাচ্ছন্ন হয়ে পড়ায় দুর্ঘটনা এড়াতে বন্ধ করে দেওয়া হয় ফেরি চলাচল। এতে যাত্রীবাহী ও পণ্যবোঝাই নয়টি ফেরি মাঝ নদীতে নোঙর করানো হয়েছে। এতে ফেরি পারের অপেক্ষায় উভয় পাড়ের ঘাট এলাকায় বাস-ট্রাকসহ কমপক্ষে তিন শতাধিক যানবাহন আটকা পড়েছে। এতে যাত্রীদের মধ্যে চরম ভোগান্তি দেখা দিয়েছে। বিশেষ করে, শীতের মধ্যে যাত্রী ও যানবাহন শ্রমিকসহ সংশ্লিষ্টরা ভোগান্তিতে পড়েছেন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল জানান সাংবাদিকদের জানান, ঘন কুয়াশায় নৌপথ দেখতে না পেয়ে ফেরিগুলো মাঝ নদীতে নোঙর করে। এর পরপরই দুর্ঘটনা এড়াতে অন্য ফেরিগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। তবে খুব শিগগিরই যান চলাচল শুরু হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এমজে/