ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

সুন্দরবনে আগুন লাগার ঘটনা ঘটেছে

প্রকাশিত : ১২:১৩ পিএম, ২৮ এপ্রিল ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ১২:১৩ পিএম, ২৮ এপ্রিল ২০১৬ বৃহস্পতিবার

সুন্দরবনের আবারো আগুন লাগার ঘটনা ঘটেছে। বন বিভাগ বলছে, মাছ শিকারের সুবিধার জন্য দফায় দফায় আগুন লাগিয়েছে স্থানীয়রা। পরিবেশকর্মীরা বলছেন, সুন্দরবনের কাঠ চুরি ধামাচাপা দিয়ে গাছ কাটার চিহ্ন মুছে ফেলতেই সব পুড়িয়ে দেয়া হচ্ছে। চলতি মাসে চতুর্থবারের মতো, বুধবার বিকেলে সুন্দরবনে আগুন লাগে। তবে বার বার বনে আগুন লাগার বিষয়ে এখনও সুনির্দিষ্ট তথ্য, কিংবা দোষীদের শনাক্ত করতে পারেনি আইনশৃংখলা বাহিনী। বন বিভাগের দাবি, মাছ ধরায় সুবিধা হবে এমন ধারণা থেকে স্থানীয়রা এ আগুন লাগিয়েছে। পরিবেশকর্মীরা বলছেন, বন উজাড়কারী চক্র কাঠ চুরি ধামাচাপা দিতে এমন নাশকতা করছে। অবিলম্বে বিষয়টির সুনির্দিষ্ট তদন্ত চান তারা। দফায় দফায় আগুন লাগায় সুন্দরবন সামগ্রিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মনে করছে পরিবেশ অধিদপ্তরও। মনুষ্য-সৃষ্ট এমন বিপর্যয় থেকে সুন্দরবনকে বাঁচাতে দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হোক, এমন প্রত্যাশা সবার।