বোমা হামলায় কেঁপে ওঠলো কাবুল
প্রকাশিত : ০৪:২২ পিএম, ২৭ জানুয়ারি ২০১৮ শনিবার | আপডেট: ০৪:২৩ পিএম, ২৭ জানুয়ারি ২০১৮ শনিবার
শক্তিশালী বোমা হামলায় কেঁপে ওঠেছে আফগানিস্তানের রাজধানী কাবুল। এ ঘটনায় কমপক্ষে ছয় জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৭০জন। জঙ্গিগোষ্ঠী তালেবান এ হামলা চালিয়েছে বলে দাবি করেছে সংগঠনটি।
আজ শনিবার রাজধানী কাবুলের অভ্যন্তরীণ মন্ত্রণালয়ের পুরোনো একটি ভবনে হামলা চালায় সন্ত্রাসীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ছবিতে দেখা গেছে রাজধানী কাবুলের বড় একটি অংশজুড়ে ধোঁয়া ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় বেশ কয়েকটি জরুরী যান ওই এলাকায় আনা হয়েছে।
রাজধানীর সিটি সেন্টারের অদূরবর্তী দর্শকরা জানিয়েছে, ওই হামলায় কমপক্ষে ছয় জন নিহত হয়েছেন। রাজধানী কাবুলের ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ভয়াবহ হামলার কয়েকদিনের মধ্যেই এই হামলার ঘটনা ঘটেছে।
এদিকে পুলিশ সুত্রে জানা গেছে, ভবনের পাশের রাস্তায় এ বিস্ফোরণের ঘটনাটি ঘটে। তবে সেখানে দুইটি কড়া চেকপোস্ট থাকা সত্ত্বেও কিভাবে এ হামলার ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, হামলাকারী ওই সন্ত্রাসী দ্বিতীয় চেকপোস্টের কাছে এসে বোমা বিস্ফোরণ ঘটায়। এতে ওই ব্যক্তি নিহত হন।
সূত্র: আল-জাজিরা
এমজে/