সাকিবের চেয়েও দামি মুস্তাফিজ
প্রকাশিত : ০৫:১২ পিএম, ২৭ জানুয়ারি ২০১৮ শনিবার | আপডেট: ০৮:১১ পিএম, ২৭ জানুয়ারি ২০১৮ শনিবার
মুস্তাফিজুর রহমান আইপিএল এ বাজিমাত করেছিলেন ২০১৬ সালে। তার আসাধারণ নৈইপূণ্যে প্রথমবারের মতো আইপিএল শিরোপা জিতেছিল সানরাইজার্স হায়দরাবাদ। গেল বছর ইনজুরির কবলে পড়ে কিছুটা থমকে যান মুস্তাফিজ। তবে এ বছর বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকেও ছাড়িয়ে যান মুস্তাফিজ। সবচেয়ে বেশি দামে আইপিএল এ বিক্রি হয়েছেন ‘ফিজ’।
এবার ঠিকানা বদল করলেন সাকিব। দীর্ঘ সাত মৌসুম কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার পর যোগ দিলেন নতুন ঠিকানায়। এবার তাকে দুই কোটি রুপির বিনিময়ে দলে ভিড়িয়েছে মুস্তাফিজেরই সাবেক ক্লাব সানরাইজার্স হায়দরাবাদ। আর মুস্তাফিজকে পেয়েছে মুম্বাই ইন্ডিয়ানস। মুস্তাফিজকে পেতে দলটি খরচ করেছে দুই কোটি ২০ লাখ রুপি।
মুস্তাফিজকে দলে ভেড়ানোর প্রথম ডাকটি এসেছিল দিল্লি ডেয়ারডেভিলসের পক্ষ থেকে। বেশ কিছুক্ষণ ধরে ডাকাডাকির পর শেষপর্যন্ত দুই কোটি ২০ লাখ রুপির বিনিময়ে তাকে দলে ভেড়ায় মুম্বাই ইন্ডিয়ানস।
নিলামে সাকিবের ভিত্তিমূল্য ছিল এক কোটি রুপি। নিলামের শুরুতেই সানরাইজার্সের আগ্রহ ছিল তার প্রতি। প্রথম ডাকেই সাড়া দেয় তারা। পরে অবশ্য যোগ দেয় রাজস্থান রয়্যালসও। তবে সানরাইজার্সকে বেশিক্ষণ লড়াই করতে হয়নি। দুই কোটিতেই তাকে পেয়ে যায় হায়দরাবাদ।
এসি/এসএইচ