ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

নন ক্যাডারে ৩০৭ জনকে নিয়োগ

প্রকাশিত : ০৯:১৯ পিএম, ২৭ জানুয়ারি ২০১৮ শনিবার | আপডেট: ১২:১২ এএম, ২৮ জানুয়ারি ২০১৮ রবিবার

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ৫৭ পদে ৩০৭ জনকে নিয়োগ দেবে। আগ্রহ ও যোগ্যতা থাকলে অপনিও আবেদন করতে পারেন।

পদের নাম ও পদসংখ্যা

অধ্যাপক (ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং) এর ০১টি ৩য় গ্রেডের অস্থায়ী পদ, অধ্যাপক (কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং) এর ০১টি ৩য় গ্রেডের অস্থায়ী পদ,সহযোগী অধ্যাপক (সিভিল ইঞ্জিনিয়ারিং) এর ০২টি ৫ম গ্রেডের অস্থায়ী পদ, সহযোগী অধ্যাপক (ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং) এর ০২টি ৫ম গ্রেডের অস্থায়ী পদ, সহযোগী অধ্যাপক (কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং) এর ০২টি ৫ম গ্রেডের অস্থায়ী পদ, উর্ধ্বতন ইন্সট্রাক্টর (নেভিগেশন) এর ০১টি ৫ম গ্রেডের স্থায়ী পদ, সহযোগী অধ্যাপক (পদার্থ বিজ্ঞান, গণিত ও রসায়ন) এর ০৩টি ৫ম গ্রেডের অস্থায়ী পদ, সহকারী অধ্যাপক (সিভিল ইঞ্জিনিয়ারিং) এর ০২টি ৬ষ্ঠ গ্রেডের অস্থায়ী পদ, সহকারী অধ্যাপক (ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং) এর ০২টি ৬ষ্ঠ গ্রেডের অস্থায়ী পদ, সহকারী অধ্যাপক (পদার্থ বিজ্ঞান, গণিত ও রসায়ন) এর ০৩টি ৬ষ্ঠ গ্রেডের অস্থায়ী পদ, চীফ ইন্সট্রাক্টর (টেক/সিভিল) (ক্যাডার) এর ০৬টি ৬ষ্ঠ গ্রেডের স্থায়ী পদ, চীফ ইন্সট্রাক্টর (টেক/ইলেকট্রিক্যাল) (ক্যাডার) এর ০৭টি ৬ষ্ঠ গ্রেডের স্থায়ী পদ, চীফ ইন্সট্রাক্টর (টেক/মেকানিক্যাল) (ক্যাডার) এর ০৭টি ৬ষ্ঠ গ্রেডের স্থায়ী পদ, চীফ ইন্সট্রাক্টর (টেক/পাওয়ার) (ক্যাডার) এর ০৮টি ৬ষ্ঠ গ্রেডের স্থায়ী পদ, চীফ ইন্সট্রাক্টর (নন-টেক) (গণিত ও একাউন্টিং) (ক্যাডার) এর ০২টি ৬ষ্ঠ গ্রেডের স্থায়ী পদ, সহকারী অধ্যাপক (সিভিল) (ক্যাডার) এর ০১টি ৬ষ্ঠ গ্রেডের স্থায়ী পদ, সহকারী অধ্যাপক (ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স) (ক্যাডার) এর ০১টি ৬ষ্ঠ গ্রেডের স্থায়ী পদ, সহকারী অধ্যাপক (সিভিল) (নন-ক্যাডার) এর এর ০১টি ৬ষ্ঠ গ্রেডের স্থায়ী পদ, সহকারী অধ্যাপক (ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স) (নন-ক্যাডার) এর ০১টি ৬ষ্ঠ গ্রেডের স্থায়ী পদ, সহকারী অধ্যাপক (মেকানিক্যাল) (নন-ক্যাডার) এর ০১টি ৬ষ্ঠ গ্রেডের স্থায়ী পদ, উপ প্রধান বয়লার পরিদর্শক এর ০১টি ৬ষ্ঠ গ্রেডের স্থায়ী পদ, এ্যাডজুটেন্ট এর ০১টি ৬ষ্ঠ গ্রেডের স্থায়ী পদ, চিত্রগ্রাহক (গ্রেড-২) এর ০১টি ৯ম গ্রেডের স্থায়ী পদ, পিটিআই ইন্সট্রাক্টর এর ৭২টি ৯ম গ্রেডের স্থায়ী/অস্থায়ী পদ, জুনিয়র ইন্সট্রাক্টর (রেডিও কমিউনিকেশন) এর ০১টি ৯ম গ্রেডের স্থায়ী পদ, জুনিয়র ইন্সট্রাক্টর (ফিস প্রসেসিং) এর ০১টি ৯ম গ্রেডের স্থায়ী পদ, ইন্সট্রাক্টর (মেরিন ইঞ্জিনিয়ারিং) এর ০১টি ৯ম গ্রেডের স্থায়ী পদ, ইন্সট্রাক্টর (সীম্যানশীপ) এর ০১টি ৯ম গ্রেডের স্থায়ী পদ, জুনিয়র ইন্সট্রাক্টর (টেক/সিভিল) এর ১০টি ১০ম গ্রেডের স্থায়ী পদ, জুনিয়র ইন্সট্রাক্টর (টেক/সিভিল-উড) এর ০১টি ১০ম গ্রেডের স্থায়ী পদ, জুনিয়র ইন্সট্রাক্টর (টেক/ইলেকট্রিক্যাল) এর ১২টি ১০ম গ্রেডের স্থায়ী পদ, জুনিয়র ইন্সট্রাক্টর (টেক/মেকানিক্যাল) এর ১৩টি ১০ম গ্রেডের স্থায়ী পদ, জুনিয়র ইন্সট্রাক্টর (টেক/কেমিক্যাল) এর ০২টি ১০ম গ্রেডের স্থায়ী পদ, জুনিয়র ইন্সট্রাক্টর (টেক/ইলেকট্রনিক্স) এর ১১টি ১০ম গ্রেডের (০২টি স্থায়ী ও ০৯টি অস্থায়ী) পদ, জুনিয়র ইন্সট্রাক্টর (টেক/পাওয়ার) এর ৪০টি ১০ম গ্রেডের স্থায়ী পদ, জুনিয়র ইন্সট্রাক্টর (টেক/আর্কিটেকচার) এর ০১টি ১০ম গ্রেডের স্থায়ী পদ, জুনিয়র ইন্সট্রাক্টর (টেক/গ্লাস এন্ড সিরামিক্স) এর ০১টি ১০ম গ্রেডের স্থায়ী পদ, জুনিয়র ইন্সট্রাক্টর (টেক/গ্রাফিক আর্টস) এর ০১টি ১০ম গ্রেডের স্থায়ী পদ, জুনিয়র ইন্সট্রাক্টর (টেক/কম্পিউটার) এর ০৫টি ১০ম গ্রেডের অস্থায়ী পদ, জুনিয়র ইন্সট্রাক্টর (টেক/ফুড) এর ০৮টি ১০ম গ্রেডের অস্থায়ী পদ, জুনিয়র ইন্সট্রাক্টর (টেক/আরএসি) এর ০৫টি ১০ম গ্রেডের অস্থায়ী পদ, উপ সহকারী মেরামত প্রকৌশলী (ইলেকট্রিক্যাল) এর ০১টি ১০ম গ্রেডের স্থায়ী পদ, উপ সহকারী মেরামত প্রকৌশলী (ইলেকট্রনিক্স) এর ০১টি ১০ম গ্রেডের স্থায়ী পদ।, উপ সহকারী মেরামত প্রকৌশলী (রিফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশন) এর ০১টি ১০ম, ইন্সট্রাক্টর (ডিটিআই) এর ১০টি ১০ম গ্রেডের স্থায়ী পদ, সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার এর ১৭টি ১০ম গ্রেডের স্থায়ী পদ, সহকারী যোগাযোগ প্রকৌশলী এর ০১টি ১০ম গ্রেডের স্থায়ী পদ, সিনিয়র স্টাফ নার্স/নার্স এর ০১টি ১০ম গ্রেডের স্থায়ী পদ, উপসহকারী প্রকৌশলী (টেলিভিশন) এর ০১টি ১০ম গ্রেডের স্থায়ী পদ, উপসহকারী প্রকৌশলী (ব্রীজ) ০৪টি ১০ম গ্রেডের স্থায়ী পদ, ফোরম্যান এর ০১টি ১০ম গ্রেডের স্থায়ী পদ, পরিদর্শক এর ০১টি ১০ম গ্রেডের স্থায়ী পদ, সহকারী বিদ্যুৎ পরিদর্শক এর ০২টি ১০ম গ্রেডের স্থায়ী পদ, হিসাব রক্ষণ কর্মকর্তা এর ০১টি ১০ম গ্রেডের স্থায়ী পদ, টেকনিক্যাল এসিস্ট্যান্ট এর ০১টি ১০ম গ্রেডের স্থায়ী পদ, বিল্ডিং ওভারশিয়ার এর ১১টি ১০ম গ্রেডের স্থায়ী পদ, এস্টিমেটর এর ১০টি ১০ম গ্রেডের স্থায়ী পদ।

আবেদনের নিয়ম

আবেদনের নিয়ম, যোগ্যতা ও বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে প্রতিষ্ঠানটির ওয়েবসাইট http://bpsc.portal.gov.bd দেখুন।

এছাড়াও বিজ্ঞপ্তিটি সরাসরি পেতে প্রতিষ্ঠানটির এই লিংকটি দেখুন-

http://bpsc.portal.gov.bd/sites/default/files/files/bpsc.portal.gov.bd/psc_exam/e8569f6c_cb88_43aa_b3c1_3cd6359c4d03/NCC_advertisement_1_57-2018.pdf

 

আবেদনের সময়সীমা

আগ্রহী প্রার্থীরা আগামী ২৯ জানুয়ারি, ২০১৮ তারিখ দুপুর ১২ টা থেকে ২৮ ফেব্রুয়ারি, ২০১৮ তারিখ বিকাল ৬টা পর্যন্ত আবেদন করতে পারবেন।

 

এম/টিকে