মানুষের ন্যায়সঙ্গত অধিকার নিশ্চিত করতে সরকার কাজ করছেঃ প্রধানমন্ত্রী
প্রকাশিত : ০৩:২১ পিএম, ২৮ এপ্রিল ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ০৩:২১ পিএম, ২৮ এপ্রিল ২০১৬ বৃহস্পতিবার
বিনা কারণে কারাগারে বন্দী থাকা ব্যক্তিদের আইনি সহায়তার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মামলার দীর্ঘসূত্রিতা কমাতে বিচারক নিয়োগ এবং নতুন আদালত প্রতিষ্ঠা করা হবে। জাতীয় আইনগত সহায়তা দিবসের আলোচনা সভায় তিনি এ’কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বঞ্চনা, অন্যায়-অবিচার থেকে মুক্ত করে মানুষের ন্যায়সঙ্গত অধিকার নিশ্চিত করতে সরকার কাজ করছে।
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয় আইনগত সহায়তা সংস্থার অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন করেন সংস্থার কলসেন্টার।
ভাষণে, প্রধানমন্ত্রী দরিদ্র ও নিরীহ মানুষের অসহায়ত্বের চিত্র তুলে ধরে ৭৫ এর পনেরোই আগস্ট হত্যাকান্ডের পর খুনীদের বিচার চাইতে না পারার কথা বলে আবেগপ্রবণ হয়ে ওঠেন। ইনডেমনিটি অধ্যাদেশ বাতিলের পর খুনীদের বিচার থেকে ফাঁসি পর্যন্ত যারা কাজ করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী।
নিজের কারাজীবনের স্মৃতিচারণ করে শেখ হাসিনা বলেন, অনেকেই মিথ্যা মামলায় বছরের পর বছর কারাবন্দী রয়েছে।
মামলার দীর্ঘসূত্রিতা বন্ধে বিচারকের সংখ্যা বৃদ্ধি, নতুন নতুন এজলাস প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে, আইনি সহায়তার বিষয়ে সরাসরি কলসেন্টারে কথা বলেন প্রধানমন্ত্রী। বিভিন্ন প্রশ্নের তাৎক্ষণিক উত্তর পেয়ে উচ্ছ্বসিত প্রশংসাও করেন তিনি।