আটক ব্যক্তিদের অবস্থান নিশ্চিত করার আহবান এইচআরডব্লিউর
প্রকাশিত : ০২:৪৮ পিএম, ২৮ জানুয়ারি ২০১৮ রবিবার
বিভিন্ন সময়ে নিরাপত্তা রক্ষাকারীদের হাতে আটক ব্যক্তিদের অবস্থান নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করছে আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। সেই সঙ্গে আটক ব্যক্তিদের মুক্তি দেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে নিতে বলা হয়েছে।
নিউইয়র্কের স্থানীয় সময় শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি এ আহ্বান জানায় সংগঠনটি। ‘বাংলাদেশ: ইনভেস্টিগেট ফেট অব ডিজঅ্যাপেয়ার্ড’ শীর্ষক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশে জোরপূর্বক গুম ও চাপ প্রয়োগের বিষয়টি বর্তমানে উদ্বেগের মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। ২০১৭ সালেই কমপক্ষে ৮০ জনকে গোপনে আটকে রাখা ও জোরপূর্বক গুম করা হয়েছে বলে উল্লেখ করা হয় বিবৃবিতে। বর্তমানে কমপক্ষে ১৭ জন নিখোঁজ রয়েছে বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।
সূত্র: হিউম্যান রাইট্স ওয়াচ.অর্গ.
একে//