ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত

প্রকাশিত : ০৩:১৫ পিএম, ২৮ এপ্রিল ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ০৩:১৫ পিএম, ২৮ এপ্রিল ২০১৬ বৃহস্পতিবার

ইংরেজি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রয়েছে। তবে বৃহস্পতিবার সকালে ক্লাস অনুষ্ঠিত হয়েছে। ইংরেজি বিভাগ ও সাধারণ শিক্ষার্থীরা পৃথকভাবে আজও প্রতিবাদ কর্মসূচী পালন করে।  সকালে নিজ বিভাগের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে ইংরেজি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। পরে মিছিল শেষে সিনেট ভবনের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রশাসনের কর্মকর্তাদের দেয়া হয় স্বারকলিপি। এছাড়াও বেলা ১১টায় ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে প্রতিবাদ সমাবেশ শুরুর কথা রয়েছে। ইংরেজী বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা জানায় আন্দোলনের পাশাপাশি এখন থেকে সকল বিভাগে ক্লাস ও পরীক্ষা চলবে।