ঢাকা, শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ৫ ১৪৩১

ইকেয়ার প্রতিষ্ঠাতা আর নেই

প্রকাশিত : ০৬:৪২ পিএম, ২৮ জানুয়ারি ২০১৮ রবিবার

বিশ্ব বিখ্যাত ফার্নিচার চেইন প্রতিষ্ঠান ইকেয়া ফার্নিচারের অন্যতম প্রতিষ্ঠাতা ইংভার কামপ্রাদ মারা গেছেন। স্থানীয় সময় শনিবার ৯১ বছর বয়সে মারা যান এই সুইডিশ উদ্যোক্তা-ব্যবসায়ী।

ইকেয়া ফার্নিচার প্রতিষ্ঠানটি আজ রোববার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে। সুইডেনের দক্ষিণ অংশের শহর স্মালান্ডে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কামপ্রাদ।

বিংশ শতাব্দীর অন্যতম সফল এ উদ্যোক্তা ১৯৪৩ সালে ইকেয়া ফার্নিচার নামের প্রতিষ্ঠানটি নিয়ে যাত্রা শুরু করেন। আর এর মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেন একজন সফল ব্যবসায়ী হিসেবে।

তবে জীবনের শুরুর দিকে জার্মানির নাৎসি বাহিনীর সঙ্গে তার ‘যোগসূত্র’ ছিল। আর সে কারণে প্রায়ই তাকে এ বিষয়ে বিব্রত হতে হয়।

তবে বিষয়টিকে নিজের জীবনের ‘সবথেকে বড় ভুল’ বলে দাবি করেন কামপ্রাদ।

সূত্রঃ বিবিবি

//এস এইচ এস// এআর