আইইউবির সমাবর্তনে স্পিকার
শিক্ষাকে মানবকল্যাণে কাজে লাগান
প্রকাশিত : ০৭:১৩ পিএম, ২৮ জানুয়ারি ২০১৮ রবিবার | আপডেট: ১০:১৯ পিএম, ২৮ জানুয়ারি ২০১৮ রবিবার
ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (আইইউবি) ১৯তম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। রোববার রাজধানীর বসুন্ধরায় প্রতিষ্ঠানটির নিজস্ব ক্যাম্পাস এ সমাবর্তন অনুষ্ঠিত হয়।
সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সারাজীবনের অর্জিত জ্ঞান ও শিক্ষাকে মানবতার কল্যাণে নিয়োজিত করা প্রয়োজন। আমাদের জীবন একটাই, আর তাই জীবনকে অর্থপূর্ণ করে গড়ে তোলা আবশ্যক। তিনি বলেন, ব্যক্তিজীবনে লক্ষ্য নির্ধারণ করে সফলতা অর্জন এবং সেই সফলতাকে সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ছড়িয়ে দেওয়াটা অত্যন্ত জরুরি।
আইইউবির আচার্য রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ-এর পক্ষে মাননীয় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সমাবর্তনে সভাপতিত্ব এবং গ্রাজুয়েটদের মধ্যে সনদ বিতরণ করেন। শিক্ষমন্ত্রী বলেন, আইইউবি-র মতো নেতৃস্থানীয় বেসরকারী বিশ্ববিদ্যালয়সমূহ এদেশের উচ্চশিক্ষা ক্ষেত্রে সরকারের লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
সমাবর্তনের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান।
বক্তব্য রাখেন আইইউবি-র প্রতিষ্ঠাতা ট্রাস্টি ইএসটিসিডিটি’র চেয়ারম্যান আব্দুল হাই সরকার । আইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রাশেদ চৌধুরী ও আইইউবির উপাচার্য অধ্যাপক এম ওমর রহমান ।
আইইউবি-র উপ-উপাচার্য অধ্যাপক মিলান পাগন সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
সমাবর্তনে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রীধারী ১১১৯ জন অংশগ্রহণ করেন। তাদের মধ্যে স্নাতক পর্যায়ের ৮২৩ জন এবং স্নতকোত্তর পর্যায়ের ২৯৬ জন শিক্ষার্থী সনদ লাভ করেছেন। প্রতিষ্ঠানটি এবছর এদেশে মানসম্পন্ন উচ্চশিক্ষা প্রদানের ২৫ বছর পূর্তি পালন করছে। এ কারণে এবারের ১৯ তম সমাবর্তন ছিল বিশেষভাবে গুরুত্বপুর্ণ।
সংবাদ বিজ্ঞপ্তি
/এম / এআর