ফের টেস্টে ফিরলেন আব্দুর রাজ্জাক
প্রকাশিত : ০৮:২৫ পিএম, ২৮ জানুয়ারি ২০১৮ রবিবার
বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার হিসেবে রাজ্জাক অন্যতম একটি নাম। প্রথম শ্রেণির ক্রিকেটে বল হাতে পেয়েছেন ৫০০ ইউকেট। সম্প্রতি মিরপুরে সাকিবের হাত থেকেই নিয়েছিলেন পাঁচশ উইকেটের স্মারক ট্রফি।
কিন্তু কে জানত এই রাজ্জাক আবারও সুযোগ পেতে যাচ্ছেন জাতীয় ক্রিকেট দলে।
গতকাল ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আচমকা চোট খাওয়ায় বাম হতের কনিষ্ঠ আঙ্গুলে সেলাই করতে হয়েছে সাকিব আল হাসানকে। যার ফলে ৩১ জানুয়ারি থেকে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে শুরু হতে যাওয়া টেস্টে সাকিব খেলতে পারবেন না। তার পরিবর্তে চট্টগ্রাম টেস্টে নেতৃত্ব দেবেন মাহমুদউল্লাহ রিয়াদ।
কাল শনিবার সন্ধ্যায় সানজামুল ইসলাম ও তানবীর হায়দারকে টেস্ট দলে অন্তর্ভুক্ত করে বিসিবি। পরে আজ রবিবার নেওয়া হয় রাজ্জাককে।
এম/টিকে