ট্রেনের নিচে পড়ে দুই পা হারালেন জবি শিক্ষার্থী
প্রকাশিত : ০৮:৩৯ পিএম, ২৮ জানুয়ারি ২০১৮ রবিবার | আপডেট: ০৯:২১ পিএম, ২৮ জানুয়ারি ২০১৮ রবিবার
ট্রেনের ইঞ্জিনের নিচে কাটা পড়ে দুই পা হারালেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী রুবিনা আক্তার (২২)। আজ রবিবার দুপুরে নিজ বাড়ি পঞ্চগড়ের দেবীগঞ্জে যাওয়ার জন্য ঢাকার কমলাপুর রেলস্টেশনে গেলে ঐ ইঞ্জিনকারের নিচে পরে যান রুবিনা। এতে সেখানেই শরীর থেকে দুই পা বিচ্ছিন্ন হয়ে যায় তার।
রুবিনা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের স্নাতক শেষ বর্ষের ছাত্রী। আজ দুপুরে স্টেশনের ৬নং প্ল্যাটফর্মে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
কমলাপুরের রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “একটি ট্রেনের ইঞ্জিনকার ঘুরানোর সময় ঐ ছাত্রী এর নিচে পরে যান। খুব সম্ভবত মাথা ঘুরিয়ে পরে যান তিনি”।
দুর্ঘটনার পর দ্রুত রুবিনাকে ঢাকা মেডিক্যাল কলেজে (ঢামেক) নেওয়া হয়। ঢামেকের পুলিশ ফাঁড়ির কর্তব্যরত উপ-পরিদর্শক মো.বাচ্চু মিয়া জানান, “রুবিনার হাটুর ওপর থেকে দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে। জরুরী বিভাগে তার অস্ত্রোপচার চলছে”।
রুবিনার বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের সূত্রে জানা যায় যে, রুবিনার চিকিৎসার জন্য জরুরী ভিত্তিতে বি+ (পজেটিভ) রক্তের প্রয়োজন। রক্তদানে আগ্রহী ব্যক্তিকে ০১৯৩৪৭৮৮৫৬৫ এই নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করেছে তারা।
এস এইচ এস/টিকে